একে আজাদ, রাজবাড়ী : রাজবাড়ীর বালিয়াকান্দিতে অসময়ে গড়াই নদীর ভাঙ্গনে ফসলী জমি ও জিও ব্যাগ ফেলানো স্থানে ব্যাপক ভাঙন শুরু হয়েছে। ভাঙ্গনে মুরিকাটা পিয়াজ ক্ষেত, পিয়াজ বীজতলাসহ অন্যান্য ফসলী জমি বিলীন হয়েছে।

স্থানীয় কৃষক মতিয়ার রহমান, সাহেব আলী শেখ, মাহবুব মোল্যা, রাজীব বলেন, ঘুর্ণিঝড় জাওয়ার প্রভাবে বৃষ্টি হয়। বৃষ্টিতে উপজেলার জঙ্গল ইউনিয়নের অলংকারপুর ও পোটরা এলাকায় বেড়িবাঁধের নিকট জলাবদ্ধতার সৃষ্টি হয়। ওই পানি চুইয়ে নদীতে যায়। এ কারণে প্রায় এক কিলোমিটার এলাকায় ব্যাপক ভাবে ভাঙন দেখা দিয়েছে। এতে পিয়াজ বীজতলা, মুরিকাটা ক্ষেত ভেঙ্গে নদীতে বিলীন হয়েছে। পাশে ভাঙ্গন রোধে জিও ব্যাগ ফেলানো হলেও তা ভাঙনের কবলে পড়ে নদীগর্ভে বিলীন হয়েছে। আমরা ভাঙ্গন রোধে দ্রুত পদক্ষেপ কামনা করছি।

বাংলাদেশ নদী বাঁচাও আন্দোলনের রাজবাড়ী জেলা সভাপতি মোঃ মোকারম হোসেন বলেন, গড়াই নদীর অলংকারপুর, পোটরা এলাকায় ব্যাপক ভাবে অসময়ে নদীতে ভাঙন দেখা দিয়েছে। কয়েকদিনে প্রায় ১শত একর জমি ফসলসহ জমি নদীতে বিলীন হয়েছে। আমরা দ্রুত পদক্ষেপ কামনা করছি।

জঙ্গল ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান কল্লোল কুমার বসু বলেন, গড়াই নদীর ভাঙ্গনের বিষয়টি আমি উপজেলা নির্বাহী অফিসারকে অবগত করেছি।

উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ হাসিবুল হাসান বলেন, আমি ভাঙ্গনের বিষয়ে শুনেছি। রবিবার সকালে সরেজমিনে গিয়ে উর্ধতন কর্তৃপক্ষকে অবগত করবো।

(একে/এসপি/ডিসেম্বর ১১, ২০২১)