স্পোর্টস ডেস্ক, ঢাকা : বাংলাদেশ সেনাবাহিনী ওয়ালটন মোটরসাইকেল ৪র্থ জাতীয় রাগবী প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে। ৭দিন ব্যাপী এই আসরে তারা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। বুধবার পল্টন ময়দানে অনুষ্ঠিত ফাইনালে সেনাবাহিনী ৪৪-১০ পয়েন্টে নড়াইল জেলাকে হারিয়ে এই যোগ্যতা অর্জন করেছে। প্রথমার্ধে বিজয়ীরা ৩০-১০ পয়েন্টে এগিয়ে ছিলো। চ্যাম্পিয়ন সেনাবাহিনীকে পুরষ্কার হিসেবে দেয়া হয় ২০ হাজার টাকার প্রাইজমানি, ট্রফি ও মেডেল। রানার্স আপ নড়াইল পায় ১০ হাজার টাকার প্রাইজমানি, ট্রফি ও মেডেল। টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের পুরস্কার পেয়েছেন নড়াইল জেলার মো: জসিম মোল্লা।

ফাইনাল শেষে প্রধান অতিথি থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেছেন জাতীয় ক্রীড়া পরিষদের সচিব শিবনাথ রায়। এসময় উপস্থিত ছিলেন টূর্নামেন্ট কমিটির চেয়ারম্যান এফএম ইকবাল বিন আনোয়ার (ডন), রাগবী ইউনিয়নের ভাইস প্রেসিডেন্ট আব্দুল্লাহ আল জহির স্বপন, সাধারন সম্পাদক মো: মৌসুম আলী ও টুর্নামেন্ট কমিটির সম্পাদক সাঈদ আহমেদসহ অন্যান্যরা।

(ওএস/পি/সেপ্টেম্বর ১৭, ২০১৪)