স্পোর্টস ডেস্ক, ঢাকা : বিভিন্ন দেশ ভ্রমণ করছে ২০১৫ বিশ্বকাপের ট্রফি। ভ্রমণ পরিক্রমায় বুধবার সোনালী রংয়ের ট্রফিটি পাকিস্তান পৌঁছেছে। পাকিস্তান ক্রিকেট দলের অধিনায়ক মিসবাহ-উল-হক ও টিম ম্যানেজার মঈন খান ট্রফিটি উন্মোচন করেন। এর আগে বাংলাদেশ, শ্রীলঙ্কা, ভারত ও আফগানিস্তান ভ্রমণ করেছে ট্রফিটি।

ট্রফি উন্মোচন অনুষ্ঠানে মিসবাহ সমর্থকদের উদ্দেশ্য করে বলেন, ‘আগামী বছর আমি আমার দেশের মানুষের জন্য এই ট্রফিটি জিততে চাই। আমি নিশ্চিত যে আমার সতীর্থরা পাকিস্তানের মানুষকে বিশ্বকাপ জয়ের আনন্দ এনে দিতে পারবে। যে মানুষগুলো বহুদিন ঘরের মাঠে আন্তর্জাতিক ক্রিকেট খেলা দেখতে পারছে না।’

১৯৯২ সালে পাকিস্তানের একমাত্র বিশ্বকাপ জয়ের স্মৃতি রোমন্থন করে মিসবাহ বলেন, ‘আমি এখনো সেই সোনালী সময়টা মনে করতে পারি যখন পাকিস্তান বিশ্বকাপের শিরোপা জিতেছিল। বিশ্বকাপের ওই আসরটাও নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ায় বসেছিল। আসন্ন বিশ্বকাপের আসরটিও সেখানেই বসতে যাচ্ছে।’

১৯৯২ বিশ্বকাপ জয়ী দলের সদস্য মঈন খান বলেন, ‘বিশ্বকাপের ট্রফি দেখে মানুষ খুবই খুশি। আমাদের ভালো একটি দল রয়েছে এবং আশা করছি আমরা ১৯৯২ সালের স্মৃতি ফিরিয়ে আনতে পারব। সবাই আমাদের জন্য দোয়া করবেন।’

২০১৫ বিশ্বকাপের আয়োজক দেশ নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া। এবারের এই আসর ১৪ ফেব্রুয়ারি থেকে মার্চ ২০১৫ পর্যন্ত অনুষ্ঠিত হবে।

(ওএস/পি/সেপ্টেম্বর ১৭, ২০১৪)