এম এ হীরা, গোয়ালন্দ : "বৈষম্য ঘোচাও, সাম্য বাড়াও- মানবাধিকারের সুরক্ষা দাও" এই প্রতিপাদ্য মনে ধারণ করে রাজবাড়ীর গোয়ালন্দে পালিত হয়েছে আন্তর্জাতিক মানবাধেকার দিবস।

রবিবার বেলা ১২ টায় রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়ায় নারী ও শিশুদের অধিকার নিয়ে কাজ করা সংস্থা মুক্তি মহিলা সমিতির আলো (এ্যাবিলিটি টু লিড ওয়ানসেলফ) প্রোগাম দিবসটি উপলক্ষে র‍্যালী, আলোচনা সভা এবং সভা শেষে শিশুদের মাঝে কুইজ প্রতিযোগিতা করে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

আলোচনা সভায় মুক্তি মহিলা সমিতির নির্বাহী পরিচালক মর্জিনা বেগমের সভাপতিত্বে উপস্থিত ছিলেন গোয়ালন্দ পৌরসভার প্যানেল মেয়র নাসির উদ্দিন রনি, দৌলতদিয়া মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক শহীদুল ইসলাম, গোয়ালন্দ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শফিক শামীম, সাবেক সাধারণ সম্পাদক শামীম শেখ, দৌলতদিয়া ইউপির মহিলা সদস্য চম্পা বেগম, এমএমএস সংস্থার প্রোগ্রাম ডিরেক্টর আতাউর রহমান মন্জু, গণস্বাস্থ্য কেন্দ্রের মাঠ সংগঠক মোঃ সাজ্জাদ হৌসেন, আলো প্রকল্পের কোঅর্ডিনেটর আঁখি আক্তার প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা মানবাধিকার সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে বিস্তর আলোচনা করেন।

(এইচ/এসপি/ডিসেম্বর ১২, ২০২১)