স্টাফ রিপোর্টার : মানুষের মাথায় মগজ থাকলেও বাংলার মানুষ মনে করে, তারেক রহমানের মাথায় মগজ নয়, গোবর আছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ।

বৃহস্পতিবার দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের শহীদ ডা. মিলন মিলনায়তনে ‘মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি রোধে নতুন প্রজন্ম’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন।

মাহবুব উল আলম হানিফ বলেন, মানুষের মাথায় মগজ থাকে। কিন্তু বাংলার মানুষ মনে করে, তারেক রহমানের মাথায় মগজ নয়, গোবর আছে।

হানিফ বলেন, তারেকর শিক্ষাগত যোগ্যতা নিয়ে অনেক প্রশ্ন আছে। আমি সেদিকে যাব না। কিন্তু স্বাধীনতা নিয়ে এ ধরনের বক্তব্য অকাট্য মূর্খতার সামিল। এই মুর্খ নিজের ইচ্ছামতো বলেছে কি না, তা নিয়ে আমার সন্দেহ। তার মূর্খতার সুযোগ নিয়ে একাত্তারের পরাজিত শক্তিরা তাকে দিয়ে এসব কথা বলিয়েছে।

তিনি আরও বলেন, স্বাধীনতাবিরোধীরা এখন নতুন তত্ত্ব দিয়ে দেশের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করে দেশকে অকার্যকর রাষ্ট্র বানাতে চায়। তাই এই মূর্খকে দিয়ে ইতিহাস বিকৃত করে বক্তব্য দেওয়ানো হচ্ছে।

বিএনপির তিস্তা অভিমুখে লংমার্চ প্রসঙ্গে হানিফ বলেন, পানির জন্য বিএনপির দরদ আজ উতলে উঠেছে। তারা যখন ক্ষমতায় ছিল তখন তাদের নেত্রী ভারতে গিয়েছিল রাষ্ট্রীয় সফরে। এজেন্ডায় থাকা সত্ত্বেও পানি নিয়ে কোনো আলোচনা করেনি। অথচ তিনি (বিএনপি নেত্রী) বিমানবন্দরে নেমে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেছিলেন, তিস্তার পানি নিয়ে আলোচনা করতে ভুলে গেছেন।

মুজিবনগর দিবস উদযাপনের আহ্বায়ক কনক বড়ুয়ার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা সম্পাদক বদিউজ্জামান ভূঁইয়া, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রাণ গোপাল দত্ত, স্বাচিপের মহাসচিব ইকবাল আর্সলান প্রমুখ।

(ওএস/এটি/এপ্রিল২৪, ২০১৪)