রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : সাতক্ষীরা শহরতলীর কুচপুকুর বড় জামতলা মোড়ে পুলিশ পরিচয়ে গরু বিক্রির দেড় লাখ টাকা ও একটি মোবাইল ফোন ছিনতাই এর ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। ব্যবসায়ি মিজানুর রহমান বাদি হয়ে কারো নাম উল্লেখ না করে রবিবার রাতেই সদর থানায় একটি মামলা দায়ের করেন। তবে গত ২৪ ঘণ্টায় পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি।

সাতক্ষীরা সদর উপজেলার গদাঘাটা গ্রামের মোকছেদ আলীর ছেলে গরু ব্যবসায়ি মিজানুর রহমান (৩৫) জানান, দেবহাটা উপজেলার পারুলিয়া পশুর হাটে তিনটি গরু বিক্রি করে রবিবার সন্ধ্যায় তিনি বাসে করে সাতক্ষীরা বাস টার্মিনালে আসেন। সেখান থেকে ইজিবাইকে করে আবাদের হাটে আসার পথে কুচপুকুর বড়জামতলার নজুর(সন্ত্রাসীদের গুলিতে নিহত) বাড়ির মোড়ে পিছন দিক থেকে দু’টি পালচার মোটর সাইকেলে আসা পাঁচজন পুলিশ পরিচয়ে ইজিবাইক থামায়।

এ সময় তারা পুলিশ পরিচয়ে তাকে ইজিবাইক থেকে নামিয়ে হাতে হ্যাণ্ডকাপ পরিয়ে দুইজন থাকা পালচার মোটর সাইকেলে তোলে। হ্যাণ্ডকাপ পরানোর সময় একজনের গায়ে ডিবি পুলিশের কটি পরা ছিল। পরে তাকে বাইপাস সড়ক হয়ে যশোর রোডের ছয়ঘরিয়া মোড়ে নিয়ে যায়। সেখানে তাকে কয়েকটি চড় থাপ্পড় মেরে হ্যাণ্ডকাপ খুলে দিয়ে কাছে থাকা এক লাখ ৪২ হাজার ৪৩০ টাকা ও মোবাইল সেটটি কেড়ে নিয়ে যশোরের দিকে চলে যায়। খবর পেয়ে পুলিশের উর্দ্ধতন কর্মকর্তারা রাতেই ঘটনাস্থল পরিদর্শণ করেন।

এ ব্যাপারে সাতক্ষীরা সদর থানার পুলিশ পরিদর্শক বাবুল আক্তার জানান, এ ঘটনায় রবিবার রাতেই ব্যবসায়ি মিজানুর রহমান বাদি হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

(আরকে/এসপি/ডিসেম্বর ১৩, ২০২১)