এ কে আজাদ  রাজবাড়ী : আগামী ৫ জানুয়ারির নির্বাচন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ হবে, যেখানে কেউ কাউকে ভয় ভীতি প্রদর্শন করতে পারবে না। একটা কথা মনে রাখবেন আপনার ভোটে এক জন প্রতিনিধি ৫ বছরের জন্য ক্ষমতা পাবে তাই আপনার ভোট টি অত্যন্ত মূল্যবান। এ জন্য  আপনার ভোট আপনি দিবেন যাকে খুশি তাকে দিবেন, নির্ভয়ে ভোট কেন্দ্রে যাবেন, সেই পরিবেশ তৈরি করার দায়িত্ব আমাদের। তবে সুষ্ঠ ভোটের পরিবেশ যদি কেউ নষ্ট করতে চায় তাকে কোন প্রকার ছাড় দেওয়া হবে না। সে যতবড় ক্ষমতাধারীই হোক না, কেন আইন সকলের জন্যই সমান। পাংশা মডেল থানা এলাকার ১০ টি ইউনিয়নে নির্বাচন কে কেন্দ্র করে এসব কথা বলেন অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ মাসুদুর রহমান।

রাজবাড়ীর পাংশা উপজেলার ১০টি ইউনিয়নে আগামী ৫ জানুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনকে ঘিরে পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাসুদুর রহমান থানার অফিসারদের সাথে নিয়ে উপজেলার শরিসা, কসবামাজাইল, মৌরাট ও পাট্টা ইউনিয়নে বিভিন্ন বাজার এলাকায় গনসচেতনতা মূলক সভা করেছেন। সে সভা গুলোতে তিনি সাধারণ ভোটারদের নির্ভয়ে তাদের পছন্দের প্রার্থীদের ভোট দিতে আহবান জানিয়েছেন।

বক্তব্য কালে পাংশা থানার পক্ষ থেকে সাধারণ ভোটারদের আশস্ত করা হয়েছে। এ সময় বিভিন্ন এলাকার সন্ত্রাসীদের নামের তালিকা প্রকাশ্যে জনগনের মাঝে তুলে ধরেছেন, সেই সাথে ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভব্য যারা পরিবেশ নষ্ট করতে পারে এমন ব্যাক্তিদেরও নামের তালিকা প্রকাশ করে বলা হয়েছে এ নির্বাচন কালীন সময়ে তারা পাংশা থানা এলাকায় থাকতে পারবে না, যদি এই ঘোষনার পরও তারা এলাকায় অবস্থান করে তাদের বিরুদ্ধে চিরুনি অভিযান চালিয়ে গ্রেফতার করা হবে।

এ সময় পাংশা থানার ইন্সেপেক্টর (তদন্ত) উক্তম কুমার ঘোষ, সেকেন্ট অফিসার এস আই মোঃ হুমায়ুন রেজা, এস আই মিজানুর রহমান, এস আই মোঃ আমজাদ হোসেন, এস আই দিপস্কর ,এস আই নবীন বিশ্বাস, কামাল হোসেন, রাজু আহম্মেদসহ পাংশা থানার অফিসারগন উপস্থিত ছিলেন। পাংশা থানার ২টি পিকাপ ভ্যান, ১০টি মোটর সাইকেল নিয়ে উপজেলার ৪টি ইউনিয়নে এ মহড়া দেওয়ায় জনমনে স্বস্থির হাওয়া বইতে শুরু করেছে।


(একে/এএস/ডিসেম্বর ১৩, ২০২১)