কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে পুলিশ ক্যাম্পের অদুরে আলগামন থামিয়ে ডাকাতি সংঘটিত হয়েছে।

বুধবার রাত ৮ টার দিকে মিরপুর উপজেলার কাতলামারী-দৌলতপুর সড়কের বাইলডাঙ্গা মাঠের মধ্যে এ ডাকাতি সংঘটিত হয়।

এ সময় ডাকাতদের আঘাতে ৭ গরু ব্যবসায়ী আহত হয়েছে এবং গরু ব্যবসায়ীদের কাছে থেকে প্রায় দুই লক্ষাধিক টাকা ছিনিয়ে নেয় ডাকাতরা।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ডাকাতির অভিযোগে আংদিয়া মাঠপাড়া গ্রামের কছিমদ্দিনের ছেলে মানিক ও সরুর ছেলে রংফুলকে আটক করেছে।

স্থানীয় এলাকাবাসী বাপ্পী জানান, ব্যবসায়ীরা আলমডাঙ্গা থেকে গরু বিক্রি করে দৌলতপুর উপজেলার হোসেনাবাদ এলাকার নিজ বাড়ী ফিরছিলেন। পথিমধ্যে উক্ত স্থানে পৌছালে ডাকাতদের কবলে পড়ে ব্যবসায়ীরা সর্বস্ব হারায়। তিনি আরো জানান, ডাকাতিস্থলের অদুরে পিঁপুলবাড়িয়া পুলিশ ক্যাম্প। তারপর উক্ত স্থানে প্রায় প্রতিদিনই ডাকাতি সংঘটিত হচ্ছে। কিভাবে প্রায়ই ডাকাতি হয়, সেটাই স্থানীয়দের বোধগম্য নয়।

পিঁপুলবাড়িয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই শফিকুল ইসলাম জানান, ইতিমধ্যে ডাকাতির অভিযোগে পুলিশ দু’জনকে আটক করেছে। এ ছাড়া ডাকাতদের আটক করতে অভিযান চলছে।

(কেকে/এইচআর/সেপ্টেম্বর ১৮, ২০১৪)