মিলাদ হোসেন অপু, ভৈরব : কিশোরগঞ্জের ভৈরবে পুলিশের দুই এএসআইকে কুপিয়ে জখম করে আসামি ছিনিয়ে নেয়ার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। ১২ ডিসেম্বর রোববার রাতেই আহত এএসআই রেজাউল করিম বাদী হয়ে ভৈরব থানায় মামলাটি দায়ের করেন।

মামলায় ছয়জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ২৫ জনসহ মোট ৩১ জনকে আসামি করা হয়েছে। এতে প্রধান আসামি করা হয়েছে মাদক কারবারি রাসেলকে। তবে ১৩ ডিসেম্বর সোমবার কোনো আসামিকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। এর আগে ১২ ডিসেম্বর রোববার রাত ৮টার দিকে ভৈরবের ঘোড়াকান্দা পলাশ সিনেমা হল রোড সংলগ্ন এলাকায় পুলিশের দুই এএসআই রেজাউল করিম ও মো. করিমকে কুপিয়ে আহত করে একাধিক মাদক মামলার গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি মো. রাসেলকে ছিনিয়ে নিয়ে যায় তার সহযোগীরা ও স্বজনরা।

ভৈরব থানা সূত্রে জানা গেছে, রাতে ভৈরব থানার ওয়ারেন্ট অফিসার এএসআই রেজাউল করিম ও এএসআই মো. করিম পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতারের জন্য ঘোড়াকান্দা এলাকায় যান। সেখান থেকে তারা ভৈরবপুরের তমিজ উদ্দিনের ছেলে মো. রাসেলকে গ্রেফতার করেন। পরে আসামিসহ দুই পুলিশ কর্মকর্তা একটি রিকশা গ্যারেজে বসে কথা বলছিলেন।

এসময় মাদক কারবারি ও হত্যা মামলার আসামি সানি, মামুনসহ ১৫-২০ জন তাদের ওপর হামলা চালায়।
হামলাকারীরা দুই পুলিশ কর্মকর্তাকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে গ্রেফতার করা আসামি রাসেলকে ছিনিয়ে নিয়ে যায়।

খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে থানা পুলিশ আহত দুই এএসআইকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। আহত দুই পুলিশ সদস্যের হাতে ও গলায় মোট ১০টি সেলাই দেওয়া হয় বলে জানিয়েছেন চিকিৎসকরা।

এ বিষয়ে ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম মোস্তফা জানান, হামলার ঘটনায় ৩১ জনকে আসামি করে পুলিশ মামলা করা হয়েছে। আসামিদের গ্রেফতার করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

(এম/এসপি/ডিসেম্বর ১৪, ২০২১)