সোহেল সাশ্রু, কিশোরগঞ্জ : কিশোরগঞ্জের কুলিয়ারচর ইউনিয়ন পরিষদ নির্বাচনে সালুয়া ইউনিয়নের বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের হামলায় নৌকার প্রার্থী মোহাম্মদ কাইয়ুম মিয়াসহ তার ১০ কর্মী-সমর্থক আহত হওয়ার ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি রায়হান ওরফে সোহান গ্রেফতার হয়েছে। 

রবিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ডুমরাকান্দা বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। পরে ১৩ ডিসেম্বর সোমবার দুপুরে কিশোরগঞ্জ আদালতের সোপর্দ করা হলে তাকে জেল-হাজতে পাঠান বিচারক। মামলার দায়িত্বপ্রাপ্ত তদন্ত কর্মকর্তা (আইও) কাউছার আল মাসুদ এইসব তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয় লোকজন ও মামলা সূত্রে জানাযায়, নৌকার প্রার্থী মোহাম্মদ কাইয়ুম মিয়া গত ২৮ নভেম্বর অনুষ্ঠিত ইউপি নির্বাচনের দিন বিকালে সালুয়া ইউনিয়নের বাজরা-কান্দুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র পরিদর্শনকালে প্রতিপক্ষ বিদ্রোহী প্রার্থী মো. ইউসুফ মিয়ার সমর্থকরা আচমকা হামলা চালায়। এতে ওইপ্রার্থীসহ তার ১০ কর্মী-সমর্থক আহত হন। পরে মোহাম্মদ কাইয়ুম মিয়াকে উদ্ধার করে বাজিতপুরের ভাগলপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। অদ্যবধি তিনি সেখানেই চিকিৎসাধীন আছেন।

উল্লেখ্য, ওই নির্বাচনে মোহাম্মদ কাইয়ুম মিয়া বিপুল ভোটের ব্যবধানে চেয়ারম্যান নির্বাচিত হন। ঘটনার পরে ২ ডিসেম্বর বৃহস্পতিবার নব-নির্বাচিত চেয়ারম্যানের ভাই আবুল কালাম বাদী হয়ে গ্রেফতার রায়হান ওরফে সোহানকে প্রধান আসামি করে ১৫ জনের নামে একটি মামলা দায়ের করেন।

(এসএস/এসপি/ডিসেম্বর ১৪, ২০২১)