গত কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যম,অনলাইন নিউজ পোর্টাল ও পত্রিকায় আমাকে নিয়ে যে সংবাদ প্রকাশ করা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। আমি গত নয় বছর ধরে প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক হিসাবে দায়িত্ব পালন করে আসছি।আমি প্রতিষ্ঠানে যোগদান করার পর থেকে স্কুলের নানাবিধ উন্নয়নমূলক কাজ করে থাকি। আমাদের প্রতিষ্ঠানের এ্যাডহক কমিটির মেয়াদ শেষ হয়ে যাওয়ায় নিয়মিত পরিচালনা কমিটি গঠনের জন্য বিধি মোতাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসকে অবগত করি। পরবর্তীতে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের নিয়মানুযায়ী যশোর শিক্ষা বোর্ড কতৃক নির্দেশনা অনুযায়ী তফসিল ঘোষণাসহ নির্বাচন কার্যক্রম সমাপ্ত করেন। পরবর্তীতে যশোর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান কতৃক আমাদের বিদ্যালয়ের নতুন পরিচালনা কমিটির অনুমোদন দেয়। একটা স্বার্থান্বেষী মহল আমার বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়ে বিভিন্ন ধরনের অপপ্রচার চালাচ্ছে। এতে করে আমার ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক ভাবমূর্তি চরমভাবে ক্ষুন্ন হয়েছে। আমি ওই সকল প্রকাশিত সংবাদের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি।

মো. আতিয়ার রহমান
প্রধান শিক্ষক
রোস্তম আলী মাধ্যমিক বিদ্যালয়
রঘুনাথপুর, ডাকঘর: হাট বারোবাজার
উপজেলা: কালীগঞ্জ, জেলা: ঝিনাইদহ

(একে/এসপি/ডিসেম্বর ১৪, ২০২১)