ঠাকুরগাঁও প্রতিনিধি : জামায়াতের ডাকা ৪৮ ঘণ্টা হরতালের প্রথম দিনে ঠাকুরগাঁওয়ে নাশকতার আশঙ্কায় শিবিরের চার কর্মীকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার ভোর ৫টার দিকে শহরের বিভিন্ন স্থান ও তেলীপাড়া জুমান নামে শিবিরের একটি ছাত্রাবাসে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

এরা হলেন-লায়ন, মোস্তাফিজুর, মোহাম্মদ আলী রানা ও ফেরদৌস আলী।

এদিকে, সকাল ৬টা থেকে হরতাল শুরু হলেও ঠাকুরগাঁওয়ে জামায়াত-শিবিরের নেতাকর্মীদের কোনো পিকেটিং করতে দেখা যায়নি।

ঠাকুরগাঁও থেকে ঢাকাসহ দূরপাল্লা ও আন্তঃরুটে বাস চলাচল না করলেও থ্রি হুইলার, ব্যাটারি চালিত অটোরিকশাসহ হাল্কা যানবাহন চলাচল করছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে শহরের দোকান পাট খুলতে শুরু করেছে।

সদর থানার ওসি একেএম মেহেদী হাসান জানান, হরতালের তেমন প্রভাব না থাকলেও জেলা জুড়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারি বাড়ানো হয়েছে। চলছে নিয়মিত টহল।

(ওএস/এইচআর/সেপ্টেম্বর ১৮, ২০১৪)