এ কে আজাদ, রাজবাড়ী : রাজবাড়ীর পাংশা উপজেলা প্রশাসনের আয়োজনে যথাযথ মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস-২০২১ পালিত হয়েছে।

মঙ্গলবার (১৪ ডিসেম্বর) সকালে উপজেলার হাবাসপুর বাজার সংলগ্ন শহীদ আরশেদ আলীর কবর জিয়ারত,পুস্পমাল্য অর্পণ, আলোচনা সভা মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ আলী’র সভাপতিত্বে বক্তব্য রাখেন পাংশা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ফরিদ হাসান ওদুদ, উপজেলা সহকারী কমিশনার (ভ’মি) নুজহাত তাসনীম আওন, পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মাদ মাসুদুর রহমান, জেলা পরিষদ সদস্য শেখ শাহজাহান আলী, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ চাদ আলী খান, হাবাসপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল আলীম মন্ডল প্রমুখ।

শহীদ আরশেদ আলীর কবরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পুস্পমাল্য অর্পণ করা হয় এ ছাড়াও বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তিরা শ্রদ্ধা নিবেদন করেন।

উপজেলা প্রশাসন, পাংশার আয়োজনে আজ পাংশা উপজেলায় যথাযোগ্য মর্যাদায় শহিদ বুদ্ধিজীবী দিবস-২০২১ পালন করা হয়। এ দিবস পালন উপলক্ষে শহীদ আরশেদ আলীর কবর জিয়ারত করা হয় এবং তাঁর সমাধিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

(একে/এএস/ডিসেম্বর ১৪, ২০২১)