এ কে আজাদ, রাজবাড়ী : রাজবাড়ীর পাংশা উপজেলার যশাই ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান ও আসন্ন ৫ম ধাপের ইউপি নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী অধ্যাপক মোঃ সিদ্দিকুর রহমান (সিদ্দিক মন্ডল) তার কর্মী সমর্থকদের উপর হামলার প্রতিবাদে সাংবাদিক সম্মেলন করেছেন।

মঙ্গলবার (১৪ ডিসেম্বর) বিকাল ৩ টায় পৌর এলাকার টেম্পুস্টান্ডের ছোট ভাই সাবেক উপজেলা ছাত্রলীগের সভাপতি ইদ্রিস মন্ডল এর দলীয় অফিসে উক্ত সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়।

এ সময় লিখত বক্তব্য পাঠ করেন স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মোঃ সিদ্দিকুর রহমান (সিদ্দিক মন্ডল)। তিনি উল্লেখ্য করেন গত সোমবার নিজ বাড়ি থেকে ইউনিয়ন পরিষদে প্রায় ৫০ টি জন্ম নিবন্ধন এর কাগজে স্বাক্ষর করার জন্য রওনা হয়ে আওয়ামীলীগ মনোনীত নৌকার প্রার্থী আবু খান এর বাড়ি সংলগ্ন এলাকায় পৌঁছালে আমার ও আমার কর্মী সমর্থক দের উপর হামলা চালানো হয়। যার নেতৃত্বে ছিলেন আওয়ামীলীগ মনোনীত নৌকার প্রার্থী আবু খান এর আপন ভাই সরকারি খাদ্য কর্মকর্তা মন্টু। অতর্কিত এ হামলায় তার গাড়ি চালক সহ তিন জন আহত হয়েছে, তারা এখন পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছে।

এ সময় তিনি আরো বলেন, চেয়ারম্যান প্রার্থীর ভাই সন্ত্রাসী হাবু খান ক্রসফায়ারে নিহত হয়েছে। তার রেখে যাওয়া আগ্নি অস্ত্র ও দেশীয় অস্ত্র দিয়ে এ হামলা চালায়। এমকি এই সকল অস্ত্র নির্বাচন কে কেন্দ্র করে ব্যবহার করছে চেয়ারম্যান ও তার সরকারি চাকরি জীবী ভাই। এ জন্য তিনি প্রশাসনের কাছে অনুরোধ করেন এই সকল আগ্নেয় অস্ত্র উদ্ধার করতে, যাতে করে এই সকল আগ্নেয়াস্ত্র প্রদর্শনের মাধ্যমে
জনমনে ভীতি সৃষ্টি না করতে পারে।

এসময় তিনি উল্লেখ করে বলেন, একজন সরকারি কর্মকর্তা হয়ে কিভাবে সন্ত্রাসী কার্যকালাপ চালাচ্ছে তা আমার বোধগম্য নয়,এ বিষয়ে সাংবাদিকদের দৃষ্টি আকর্ষণ করছি। আরও বলেন, একজন নির্ভিক সাংবাদিকের কোন বন্ধ নাই, নির্ভিক সাংবাদিকের কলমের কালী একজন শহীদের রক্তের চেয়েও পবিত্র।

থানায় কোন লিখত অভিযোগ করেছেন কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি বাদী হয়ে গত কাল রাতে থানায় অভিযোগ দিয়েছি।

পাশা মডেল থানার তদন্ত ওসি উত্তম কুমার ঘোষ বলেন গতকাল রাত আনুমানিক ২ টা লিখত অভিযোগের প্রেক্ষিতে অভিযুক্ত তক্কেল নামের একজন আসামি কে গ্রেফতার করা হয়েছে। আজ তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

(একে/এএস/ডিসেম্বর ১৪, ২০২১)