অরিত্র কুণ্ডু, ঝিনাইদহ : ঝিনাইদহের শৈলকূপা উপজেলার দিগনগর ইউনিয়নের আওয়ামী লীগ মনোনীত প্রার্থীকে বিজয়ী করার লক্ষ্যে বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৫ ডিসেম্বর) দুপুরে ইউনিয়নের বেনীপুর বাজারে এ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।

দিগনগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ওহাব আল ওয়াজেদ বিশ্বাসের সভাপতিত্বে ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই এমপি।

বিশেষ অতিথি জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব মকবুল হোসেন, সাংগঠনিক সম্পাদক এম আব্দুল হাকিম আহমেদ, দপ্তর সম্পাদক আসাদুজ্জামান আছাদ, শৈলকূপা উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক মতিয়ার রহমান, যুগ্ম-আহ্বায়ক সরোয়ার জাহান বাদশা, শৈলকূপা উপজেলা যুবলীগের সভাপতি শামীম হোসেন মোল্লা, শৈলকূপা উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক দিনার বিশ্বাস।

এ সময় ইউনিয়নের বিভিন্ন প্রান্ত থেকে পাঁচ সহস্রাধিক কর্মী সমর্থকেরা জিল্লুর রহমান তপন নৌকা প্রতীক পাওয়ায় আনন্দ শোভাযাত্রা নিয়ে হাজির হন।

প্রধান অতিথির বক্তব্যে ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই এমপি বলেন,দীর্ঘদিন ধরে দিগনগর ইউনিয়নটা অবহেলিত ছিল। তপন নির্বাচিত হয়ে দিগনগর ইউনিয়নকে একটা মডেল ইউনিয়নে রুপান্তরিত করেছে। জিল্লুর রহমান তপন তৃণমূলের গ্রহণযোগ্যতায় নৌকা প্রতীক পেয়েছে। তিনি বিদ্রোহীদের কঠোর হুশিয়ারী দিয়ে বলেন আগামী ১৯ ডিসেম্বর পর্যন্ত আপনাদের সময় থাকলো। তার আগেই আপনারা মনোনয়ন তুলে নেন।তা ন হলে আপনাদের অবস্থা হবে ভয়াবহ। এই ইউনিয়নে দেখছি একটা মহল ষড়যন্ত্রে লিপ্ত হয়ে নৌকাকে ডুবাতে চাই। দিনশেষে আমি একটাই অনুরোধ করবো আপনাদের কাছে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নৌকাকে ষড়যন্ত্রকারীদের কাছে না ডুবিয়ে আগামী ৫ জানুয়ারী জিল্লুর রহমান তপনকে নৌকা প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করবেন।

(একে/এসপি/ডিসেম্বর ১৫, ২০২১)