গাজীপুর প্রতিনিধি : গাজীপুরে বিচ্ছিন্ন ঘটনার মধ্য দিয়ে পালিত হচ্ছে জামায়াতের ডাকা হরতাল। হরতালের সমর্থনে রেললাইনে অগ্নিসংযোগসহ নাশকতামূলক কাজের অভিযোগে টঙ্গী থেকে ১২ শিবিরকর্মীকে আটক করেছে পুলিশ।

প্রত্যক্ষদর্শীরা জানান, জয়দেবপুর শহরের রেল ক্রসিং এলাকায় বৃহস্পতিবার সকালে একটি মিছিল বের করে হরতাল সমর্থকরা। এ সময় তারা রাজবাড়ী সড়কে কয়েকটি যানবাহনের কাঁচ ভাঙচুর এবং জয়দেবপুর রেলক্রসিংয়ের পাশের রাস্তায় পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দেয়। পরে পুলিশ এসে আগুন নিভিয়ে দেয়।

জয়দেবপুর রেলস্টেশন মাস্টার জিয়াউদ্দিন আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রেললাইনের উপর ঝুট কাপড়ে অগ্নিসংযোগ করে হরতালকারীরা পালিয়ে যায়। তবে রেল চলাচল স্বাভাবিক রয়েছে।

এ ছাড়া জয়দেবপুর থানা রোডে সকাল ৭টা ২০ মিনিটে তিনটি ককটেল বিস্ফোরণ ঘটায় হরতালকারীরা।

এদিকে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে দূরপাল্লার যানবাহন চলাচল না করলেও আঞ্চলিক যানবাহন, সিএনজিচালিত অটোরিকশা ও রিকশা চলাচল স্বাভাবিক রয়েছে।

(ওএস/এইচআর/সেপ্টেম্বর ১৮, ২০১৪)