এ কে আজাদ, রাজবাড়ী : রাজবাড়ীর কালুখালিতে নারী ও কিশোরীদের নিরাপদ প্রজনন স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষে এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৫ ডিসেম্বর) সকালে কালুখালি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সভা কক্ষে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুতপা কর্মকারের সভাপতিত্বে উক্ত সভা অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ ফারজানা ইসলাম, উপজেলা নির্বাচন কর্মকর্তা আজিজুল ইসলাম, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ তজিবুর রহমান, উপজেলা সমাজ সেবক কর্মকর্তা সহ প্রমুখ।

এ সময় উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুতপা কর্মকার বাল্যবিবাহের কুফল সম্পর্কে আলোচনা করেন। তিনি আরও বলেন,যে সকল দম্পতির ক্ষেত্রে বয়স সীমা ১৮ বছরের কম এবং স্বামীর বয়স সীমা ২১ বছরের কম তাদের কে কৈশোর দম্পতি বলা হয়। বাংলাদেশ মেয়েদের গড় বিয়ের বয়স ১৬.১ বছর। বাংলাদেশে এখনো শতকরা ৫৯ ভাগ বাল্যবিবাহ সংগঠিত হয় এবং ৫০ ভাগের ও বেশি অনাকাঙ্ক্ষিত গর্ভধারণ হয়। কিশোরী মেয়েদের মধ্যে ৩১% মহিলা গর্ভধারণ করে। কৈশোর দম্পতির মধ্যে পরিবার পরিকল্পনা পদ্ধতি ব্যবহার কারির হার অন্য বয়সীদের থেকে কম(শতকরা ৪৬ ভাগ)। তা ছাড়া এ বয়সে পরিবার পরিকল্পনা অপূর্ণ চাহিদার হার প্রায় ১৭%। একটি মেয়েকে ১৮ ও ছেলেকে ২১ বছরের আগে বিয়ে না দেওয়া, ২০ বছরের আগে সন্তান না নেওয়া সহ ২০ বছরের পর কমপক্ষে ৩ বছর ব্যবধানে ২ টি সন্তান নেওয়ার বিষয়ে আলোচনা করেন।

এ সময় তিনি আরও বলেন, আগামী ১৮-২৩ ডিসেম্বর ৬ দিনব্যাপী চলবে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ-২০২১। এবারের সেবা ও প্রচার সপ্তাহের প্রতিপাদ্য হচ্ছে- 'পরিবার পরিকল্পনা, মা ও শিশু স্বাস্থ্য সেবা গ্রহণ করি; বাল্যবিয়ে এবং অনাকাঙ্ক্ষিত গর্ভধারণ রোধ করি, স্বাস্থ্য বিধি মেনে পরিবার পরিকল্পনা সেবা গ্রহণ করি’।

এ সময় পরিবার পরিকল্পনা কালুখালি শাখার মাঠকর্মীরা উপস্থিত থেকে তাদের মতামত প্রকাশ করেন।


(একে/এএস/ডিসেম্বর ১৫, ২০২১)