দিলীপ চন্দ, ফরিদপুর : ফরিদপুর শহরের মহিম স্কুলের মাঠে অনুষ্ঠিত এটিএম সৈয়দুল আলম তপন স্মৃতির রৌপকাপ ক্রিকেট টুর্নামেন্ট টি ১০ ক্রিকেট প্রতিযোগিতা বুধবার ১৫ ডিসেম্বর থেকে শুরু হয়েছে। এতে উদ্বোধনী খেলায় জয় লাভ করেছে সমীর স্মৃতি একাদশ । প্রতিযোগিতায় তারা ইয়ং স্টার ক্রিকেট ক্লাবকে ৫১ রানে পরাজিত করে।

নির্ধারিত ১০ ওভারের এ খেলায় প্রথমে ব্যাট করতে নেমে সমীর স্মৃতি একাদশ ৫ উইকেট হারিয়ে ১০৮ রান সংগ্রহ করে। দলের পক্ষে রনি সর্বোচ্চ ৫৬ রান করে। সমীর স্মৃতির পক্ষে আসিফ ২ উইকেট লাভ করে। জবাবে ইয়ং স্টার ক্লাব ২ উইকেট হারিয়ে ৫৭ রান সংগ্রহ করে। এই দলের পক্ষে সেন্টু ২৮ রান সংগ্রহ করে। বিজয়ী দলের রনিকে ম্যান অব দ্য ম্যাচ পুরস্কার দেওয়া হয়।

এর আগে টুর্নামেন্টের উদ্বোধন করেন টুর্নামেন্ট কমিটির সভাপতি ও ১২ নং ওয়ার্ড কাউন্সিলর শ্রমিক জননেতা গোলাম মোহাম্মদ নাছির। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শহর আওয়ামীলীগের আহবায়ক কমিটির সদস্য কাজী মোমিতূল হাসান বিভূল, শহর আওয়ামীলীগের আহবায়ক কমিটির সদস্য নজরুল ইসলাম খান, মহিম স্কুলের প্রধান শিক্ষক ওবায়দুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী সজল কুমার সাহা, টুর্নামেন্ট কমিটির সদস্য মেহেদি হাসান নাছির , শেখ মিলন, টুর্নামেন্টের সার্বিক সহযোগিতায় রয়েছেন নাজমুল হোসেন, রতন, সেন্টু ও জাকির। টুর্নামেন্টের স্পন্সর প্রতিষ্ঠান এফ কে মটরস।

(ডিসি/এসপি/ডিসেম্বর ১৫, ২০২১)