বাগেরহাট প্রতিনিধি : জামায়াতের হরতালের কোন প্রভাব পড়েনি বাগেরহাট ও মংলা সমুদ্র বন্দরে।  মংলা সমুদ্র বন্দরে সকাল থেকেই পন্য বোঝাই ও খালাস কাজ স্বাভাবিক রয়েছে। মংলা ইপিজেড ও শিল্পাঞ্চলে উৎপাদন চলছে স্বাভবিক গতিতে।

বাগেরহাট জেলা সদরসহ ৯টি উপজেলায় কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। ব্যাবসা প্রতিষ্ঠান ও স্কুল-কলেজ খোলা ছিলো। জেলার আভ্যান্তরিন ১৭টি রুটে যান চলাচল করলেও বাগেরহাট থেকে ছেড়ে যায়নি দূরপাল্লার কোনো পরিবহন। জামায়াত-শিবির নেতা-কর্মীদের হরতালের সমর্থনে জেলার কোথাও পিকেটিং, মিছিল-সমাবেশ করার খবর পাওয়া যায়নি।

তবে হরতালে যেকোন সহিংসতা এড়াতে সতর্কাবস্থায় আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের তৎপর থাকতে দেখাগেছে। মংলা বন্দর কর্তপক্ষের চেয়ারম্যান কমোডোর হাবিবুর রহমান ভূঁইয়া জানান, মংলা বন্দরে হরতালে কোন প্রভাব পড়েনি। অনান্য দিনের ন্যায় বন্দরের সকল কার্যক্রম ছিল স্বাভাবিক।

(একে/এএস/সেপ্টেম্বর ১৮, ২০১৪)