অরিত্র কুণ্ডু, ঝিনাইদহ : মহান বিজয় দিবসের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে ঝিনাইদহ শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নানা আয়োজনের মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়।

১৬ (ডিসেম্বর) সকালে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের ভবন থেকে নির্বাহী প্রকৌশলী মো. ইশতিয়াক ইকবাল হিমেলের নেতৃত্বে একটি শোভাযাত্রা বের হয়ে শহরের চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ড সংলগ্ন শহীদ বেদী ও বঙ্গবন্ধুর ভাষ্কর্যে পুষ্পস্তবক অর্পন করা হয়। পরে দুপুরে দেশ ও জাতির মঙ্গল কামনায় দোয়া মাহফিল ও আলোচনা সভার অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন ঝিনাইদহ শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো.ইশতিয়াক ইকবাল হিমেল, সহকারী প্রকৌশলী ফারুক আহমেদ, সহকারী প্রকৌশলী এস.এম জাফরান কবীর,শৈলকূপার উপ-সহকারী প্রকৌশলী মো. সিরাজুল ইসলাম, কালীগঞ্জের উপ-সহকারী প্রকৌশলী ফেরদৌসী বেগম, উপ-সহকারী মোছা. মিতালী খাতুন, উপ-সহকারী প্রকৌশলী এস.এম হাদিউজ্জামান,উপ-সহকারী প্রকৌশলী তুহিন হোসাইন, হিসাব রক্ষক মো. আব্দুর রাজ্জাক, উচ্চমান সহকারী মুহ: ইউসুফ আলী, গাড়ী চালক মো. আব্দুর রহিম দুলাল, অফিস সহায়ক মো. রাশিদুল ইসলাম, ডাটা এন্ট্রি অপারেটর মো. ইকবাল হোসেন, অফিস সহকারী আল মামুন মনি, নিরাপত্তা প্রহরী মো. নাছির উদ্দীন খাঁ।

দোয়া মাহফিল ও আলোচনা সভা শেষে অর্ধশতাধিক এতিম শিশুদের মাঝে উন্নত মানের খাবার বিতরণ করা হয়।

(একে/এএস/ডিসেম্বর ১৭, ২০২১)