লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি : নড়াইলের  লোহাগড়ায় সদ্য জাতীয়করণকৃত নওখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়টি মধুমতি নদীর ভাঙ্গনে বিলীন হয়ে গেছে। আর কোন ভবন না থাকায় শিক্ষার্থীরা খোলা আকাশের নিচে ক্লাস করতে বাধ্য হচ্ছে। নদীর  ভাঙ্গনে বিদ্যালয়ের টিউবওয়েল ও টয়লেট আগেই বিলীন হয়ে গেছে।

ফলে শিক্ষার্থীদের শৌচকর্ম করতে পার্শ্ববর্তী বাড়ি ও খোলা জায়গা বেছে নিতে হচ্ছে। ৫ম শ্রেণীর শিক্ষার্থীদের সামনে সমাপনী পরীক্ষা হলেও বছরের এই সময়ে শিক্ষার্থীদের পাঠদান মারাত্মকভাবে ব্যহত হচ্ছে ।

জানা গেছে, গত আগষ্ট মাসে শালনগর ইউনিয়নের নওখোলা সরকারি প্রাইমারী স্কুলটি মধুমতি নদীতে বিলীন হয়ে যায় । এ সময় স্কুলের কিছু মালামাল সরানো সম্ভব হলেও ভাঙ্গনের হাত থেকে বিদ্যালয়টি বাঁচানো সম্ভব হয়নি।

৫ম শ্রেণীর শিক্ষার্থী স্বর্ণা খানম জানায়, এক ক্লাস শুরু হলে অন্য শ্রেণীর ছাত্র-ছাত্রীদের দাঁড়িয়ে থাকতে হয় । কোন বেড়া না থাকায় বৃষ্টি হলে ক্লাস বন্ধ হয়ে যায়। আগামী ২৩ নভেম্বরে সমাপনী পরীক্ষা হলেও ঠিকমতো লেখাপড়া সম্ভব হচ্ছে না ।

নওখোলা প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি রাজা মিয়া দুলাল বলেন, ভাঙ্গনের পর কর্তৃপক্ষ স্কুল পরিদর্শন করলেও কোন সাহায্য পাওয়া যায়নি। ফলে, বিদ্যালয়ের সার্বিক শিক্ষা কার্যক্রম ব্যহত হচ্ছে।

নওখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জিল্লুর রহমান বলেন, স্কুলটি নদী গর্ভে বিলীন হওয়ার পর আমার ব্যক্তিগত ১৭ হাজার টাকা ব্যয় করে স্কুলের সভাপতির জায়গার ওপর একটি অস্থায়ী টিন সেড নির্মান করে সেখানে ক্লাস চলছে। প্রশাসনের পক্ষ থেকে এ পর্যন্ত কোন সাহায্য পাইনি। বৃষ্টি ও রৌদ্র তাপে শিক্ষার্থীরা ঠিকমত ক্লাস করতে পারছে না। এছাড়া টয়লেট ও টিউবওয়েল না থাকায় ছেলে মেয়েদের কষ্ট ভোগ করতে হচ্ছে।

লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোকতার হোসেন জানান, স্কুল এলাকাটি পরিদর্শন করা হয়েছে এবং নতুন ভবন নির্মাণের জন্য সংশ্লিষ্ট কর্তৃ পক্ষকে অবহিত করা হয়েছে। বরাদ্দ পেলে নওখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণ করা হবে।

(আরএম/এএস/সেপ্টেম্বর ১৮, ২০১৪)