স্টাফ রিপোর্টার, সুনামগঞ্জ : পিতার মরনোত্তর সংবর্ধনা মঞ্চে সম্মাননা প্রাপ্তিতে প্রয়াত বীর মুক্তিযোদ্ধা তনয়া অঝোর ধারায় নিজেও কাঁদলেন পিতার সহযোদ্ধা বীর মুক্তিযোদ্ধাদেরকেও কাঁদালেন!

প্রয়াত বীর মুক্তিযোদ্ধা আব্দুল হক তনয়া সপ্রাবি শিক্ষক মোসা. মনোয়ারা বেগম পিতার পক্ষে সংবর্ধনা, সম্মাননা, উপহার সামগ্রী হাতে নিয়ে পিতার সাথে যুদ্ধকালীন সময়ে থাকা সহযোদ্ধা বীর মুক্তিযোদ্ধাদেরকে কাছে পেয়ে ৭১’র মহান স্বাধীনতা ও মুক্তিরুদ্ধে পিতার গৌরবময় অবদান গর্বিত হয়ে আবেগ আপ্লুত হয়ে মঞ্চেই অঝোর ধারায় কাঁদলেন।

জাতির জনক শেখ মুজিবুর রহমানের আহবানে সাড়া দিয়ে একাওরের ৫নং সেক্টরের তৎকালীন সুনামগঞ্জ মহকুমার তাহিরপুর থানার টেকেরঘাট ৪নং সাব সেক্টরের অধীনে নোয়াবন গ্রামের সিলেটি বনেদী পরিবারের প্রয়াত আব্দুল জহুরের জ্যৈষ্ঠ সন্তান আব্দুল হক মহান স্বাধীনতা যুদ্ধে অংশ গ্রহন করেছিলেন।

মুক্তিযুদ্ধে টেকেরঘাট সাব সেক্টরের ‘মুক্তির মঞ্চে’ বৃহস্পতিবার মহান বিজয় দিবস ২০২১, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষের শপথ গ্রহন অনুষ্ঠানে প্রয়াত বীর মুক্তিযোদ্ধা তনয়ার অঝোর ধারায় কান্নার রোল অনুষ্ঠানে উপস্থিত থাকা প্রয়াত বীর মুক্তিযোদ্ধা আব্দুল হকের ৭১’এ গৌরবময় অবদানের স্মৃতি স্মরণ করতে গিয়ে সেই যুদ্ধাকালীণ সময়ে সাব সেক্টরের অধীনে থাকা অন্য বীর মুক্তিযোদ্ধাগণও অঝোর ধারায় কাঁদলেন। এ সময় পুরো অনুষ্ঠান স্থলে এক আবেগঘন পরিবেশ তৈরি হয়।

প্রয়াত বীর মুক্তিযোদ্ধা তনয়া সপ্রাবি শিক্ষক মোসা: মনোয়রা বেগম পিতার মরণোওর সংবর্ধনা, সম্মাননা ও উপহার সামগ্রী হাতে পেয়ে জাতির জনক শেখ মুজিবুর রহমান ও তার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তাহিরপুর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)’ মো. রায়হান কবিরের প্রতিনিধি কৃষি সম্প্রসারণ অফিসার আবু জাফর মো. সালেহ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি আবুল হোসে খা, সাবেক ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আমির উদ্দিন,থানা মুক্তিযোদ্ধা সংসদ (সাবেক) কমান্ডার রৌজ আলী,থানার টেকেরঘাট পুলিশ ফাঁড়ি ইনচার্জ এএসআই খাইরুল আলম,শহীদ বীর মুক্তিযোদ্ধা, প্রয়াত বীর মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য, বীর মুক্তিযোদ্ধাগণ, সাংবাদিক, শিক্ষক, শিক্ষার্থীসহ সুশীল সমাজের মানুষজন প্রমুখ উপস্থিত ছিলেন।

(এইচএসএ/এএস/ডিসেম্বর ১৭, ২০২১)