স্টাফ রিপোর্টার : কোভিড-১৯ ভ্যাকসিনের তৃতীয় বা বুস্টার ডোজ হিসেবে ফাইজারকে বাংলাদেশের জন্য চূড়ান্ত করা হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

তিনি বলেন, অনেক দেশ মডার্নার টিকা বুস্টার হিসেবে দিচ্ছে। তবে আমরা ফাইজারকে বেছে নিয়েছি। কারণ আমাদের স্বাস্থ্য বিভাগ সবকিছুতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশ অনুসরণ করে থাকে।

রবিবার (১৯ ডিসেম্বর) রাজধানীর মহাখালীতে বিসিপিএস অডিটরিয়ামে আয়োজিত কোভিড-১৯ ভ্যাকসিনের বুস্টার ডোজ উদ্বোধন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী।

তিনি বলেন, দেশের ৭০ শতাংশ মানুষকে টিকা দিতে প্রয়োজন হবে ২৪ কোটি টিকা। এ ৭০ শতাংশ মানুষ অর্থাৎ ১২ কোটি মানুষকে করোনা টিকার বুস্টার ডোজ দিতে হবে।
প্রথম দিনে আইনমন্ত্রী আনিসুল হকসহ পাঁচ মন্ত্রী করোনার বুস্টার ডোজ নিয়েছেন।

প্রথম বুস্টার ডোজ গ্রহণ করেন প্রথম করোনার টিকা গ্রহণকারী সেবিকা রুনু ভেরোনিকা কস্তা। এরপর পররাষ্ট্রমন্ত্রী কে এম আব্দুল মোমেন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক, আইনমন্ত্রী আনিসুল হক, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বুস্টার ডোজ গ্রহণ করেন।

এছাড়া স্বাস্থ্য অধিদপ্তরের ডিজি অধ্যাপক আবুল বাশার মোহাম্মদ খোরশেদ আলম বুস্টার নেন।

ফ্রন্টলাইনার হিসেবে বুস্টার ডোজ নিয়েছেন পুলিশের এক সদস্য, একজন সাংবাদিক ও একজন ডাক্তার।

(ওএস/এএস/ডিসেম্বর ১৯, ২০২১)