হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের চুনারুঘাটের সাতছড়ি জাতীয় উদ্যানে ৩য় দফায় উদ্ধারকৃত অস্ত্র চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়েছে। বুধবার রাতে র‌্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্পের ডিএডি আবু জাফর এসব অস্ত্র চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে ডিএডি আবু জাফর বাদী হয়ে অজ্ঞাত আসামী দিয়ে অস্ত্র আইনে মামলা দায়ের করেছেন। মামলা তদন্তের দায়িত্ব পান চুনারুঘাট থানার ওসি (তদন্ত) মো. ইকবাল হোসেন। ওসি অমূল্য কুমার চৌধুরী উদ্ধারকৃত অস্ত্র ঢাকায় জমা দেয়ার জন্য বৃহস্পতিবার আদালতে আবেদন করেন।

প্রসঙ্গত, ১৭ সেপ্টেম্বর সাতছড়ি জাতীয় উদ্যান সংলগ্ন ত্রিপুরা পল্লীর অজিত দেববর্মার বাড়ির ছাগল রাখার ঘরের নিচে মাটি খুড়ে বাংকার থেকে ১১২টি রকেটের গোলা ও ৪৮টি চার্জার উদ্ধার করে র‌্যাব। এর আগে ২৯ আগস্ট থেকে ২ সেপ্টেম্বর পর্যন্ত অভিযান চালিয়ে ৯টি এসএমজি, ১টি এমএমজি, ১টি বেটাগান, ১টি ৭.৬২ মি.মি. অটো রাইফেল, ৬টি এসএলআর, ২টি এলএমজি, ১টি টেলিস্কোপ সাইট ও ২ হাজার ৪শ’ রাউন্ড বুলেট এবং ৩, ৪ ও ৯ জুন উদ্ধার করা হয় ২২২টি কামান বিধ্বংসী রকেট, ২৪৮টি রকেট চার্জার, ১টি রকেট লঞ্চার, ৪টি ৭ দশমিক ৬ মিলিমিটার মেশিনগান, ৫টি মেশিন গানের অতিরিক্ত খালি ব্যারেল, ১২ দশমিক ৭ মিলিমিটারের ১৩শ’ ৭৬ রাউন্ড বুলেট, ৭ দশমিক ৬ মিলিমিটারের ১২ হাজার ৩০০ রাউন্ড বুলেটসহ বিপুল পরিমাণ গোলাবারুদ।

সাতছড়িতে আবারো র‌্যাবের অস্ত্র উদ্ধার


(পিডিএস/এএস/সেপ্টেম্বর ১৮, ২০১৪)