নূরুল আমিন খোকন, ফেনী : ফেনী সদর উপজেলার ১২ টি ইউনিয়ন পরিষদের নির্বাচনে ৮ টিতেই বিনাভোটে চেয়ারম্যান হতে যাচ্ছেন আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থীরা। তাদের মধ্যে ৭ জনই পুনরায় চেয়ারম্যান হচ্ছেন।

গত রবিবার (১৯ ডিসেম্বর) মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষদিনে একক প্রার্থী হিসেবে তাদেরকে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করা হয়েছে।

এছাড়া সাধারণ সদস্য পদে ৪ জন এবং সংরক্ষিত মহিলা সদস্য পদে ৫ জন বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন।
এলাকাবাসী ও সংশ্লিষ্টদের মতে, ইউপি নির্বাচনে এতবেশী সংখ্যক চেয়ারম্যান ও মেম্বার প্রার্থী এর আগে কখনও বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হননি।

চলতি ইউপি নির্বাচনে দাগনভূঞা উপজেলায় ৬ জন সোনাগাজীতে ২ জন আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী বিনাভোটে চেয়ারম্যান হচ্ছেন।

সে হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান ও মেম্বার প্রার্থী নির্বাচিত হওয়া সর্বোচ্চ রেকর্ড ফেনী সদরে।

ফেনী সদর উপজেলায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত চেয়ারম্যান প্রার্থীরা হচ্ছেন, শর্শদী ইউনিয়নে জানে আলম ভূঞা, ধর্মপুর ইউনিয়নে শাহাদাত হোসেন, কালীদহ ইউনিয়নে দেলোয়ার হোসেন, কাজীরবাগ ইউনিয়নে কাজী বুলবুল আহমেদ সোহাগ, ফাজিলপুর ইউনিয়নে মুজিবুল হক রিপন, মোটবী ইউনিয়নে হারুন অর রশীদ, বালিগাঁও ইউনিয়নে মোজাম্মেল হক বাহার ও ফরহাদনগর ইউনিয়নে মোশাররফ হোসেন টিপু।

ফেনী সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ জসীম উদ্দিন জানান, মনোনয়ন পত্র প্রত্যাহার শেষে একক প্রার্থী থাকায় চেয়ারম্যান পদে ৮ জন, সাধারণ সদস্য পদে ৪ জন ও সংরক্ষিত নারী সদস্য পদে ৫ জনকে বিনা প্রতিধন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়েছে। নির্বাচনী তফসিল মোতাবেক ২০ ডিসেম্বর (সোমবার) চুড়ান্ত প্রতিদ্বন্দ্বিদের মাঝে প্রতীক বরাদ্দ দেয়া হবে।

(এনকে/এসপি/ডিসেম্বর ২০, ২০২১)