মাগুরা প্রতিনিধি : মাগুরা পৌরসভার ঘোরামারা গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে দুদল গ্রামবাসির সংঘর্ষে গুলি, বোমা, ধারালো অস্ত্র ও ইটপাটকেলের আঘাতে কমপক্ষে ১৩ জন আহত হয়েছে। আহতদের মধ্যে ১১ জনকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্য দুজন স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছে।

ঘোড়ামারা গ্রামের মঞ্জুর রহমান জানান- আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে ওই গ্রামের মাতব্বর গোলাম রসুল মোল্যা ও জাফর মোল্যার গ্রুপের মধ্যে বিরোধ চলে আসছিল। এ বিরোধের জের ধরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আজ বৃহস্পতিবার সকাল থেকে কয়েক দফা সংঘর্ষে লিপ্ত হয়। এ সময় মেহেদী হাসান মিশর নামে প্রবাসী এক ব্যক্তি অবৈধ অস্ত্র দিয়ে কয়েক রাউন্ড গুলি করেছেন বলে তিনি অভিযোগ করেন। গুলিতে সমির হোসেন (১৭) নামে এক যুবক কানের কাছে গুলিবিদ্ধসহ উভয় গ্রুপের প্রায় ১৩ জন আহত হয়। আহতদের মধ্যে ১১ জনকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে।

মাগুরা সদর থানার ওসি জাহাঙ্গীর হোসেন গুলির ঘটনাটি অস্বীকার করে জানান- এ ঘটনায় এখনো কোন মামলা হয়নি। মামলা হলে আইনানুগ ব্যবস্থা নেব।

(এইচকেজে/এএস/সেপ্টেম্বর ১৮, ২০১৪)