মিলাদ হোসেন অপু, ভৈরব : কিশোরগঞ্জের ভৈরবে শিক্ষা বঞ্চিত শিশুদের প্রাথমিক শিক্ষাদানে শিখন কেন্দ্র উদ্বোধন করা হয়েছে। বুধবার দুপুরে উপজেলার শিবপুর ইউনিয়নের জামালপুর মধ্যপাড়া এলাকায় বেসরকারি এনজিও সংস্থা পিপলস্ ওরিয়েন্টেড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন (পপি) এর আউট অব স্কুল চিলড্রেন এডুকেশন প্রোগ্রাম (পিইডিপি-৪) এ প্রকল্পের আওতায় শিখন কেন্দ্রের উদ্বোধন করেন উপজেলা শিক্ষা অফিসার আব্দুল আলিম রানা।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক রাজন সরকার, পপির এসইপি প্রকল্পের ম্যানেজার মো. বাবুল হোসেন, বিশিষ্ট ক্রীড়া সংগঠক আ. মতিন সরকার প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, আউট অব চিলড্রেন এডুকেশন প্রকল্প পপির উপজেলা প্রোগ্রাম ম্যানেজার মো. সোহরাব হোসেন।

শিখন কেন্দ্রের শিক্ষক সোনিয়া আক্তার জানান, জামালপুর গ্রামের শিক্ষা বঞ্চিত ৩০ জন শিশুকে নিয়ে শিখন কেন্দ্রের কার্যক্রম শুরু হয়েছে। এ স্কুলের শিক্ষার্থীদেরকে স্কুল ব্যাগ, বই, খাতা পেন্সিলসহ বিভিন্ন শিক্ষা উপকরণ দেয়া হবে এবং প্রতিমাসে প্রতি শিক্ষার্থীকে ১২০ টাকা করে উপবৃত্তি দেয়া হবে বলে জানান।

(এম/এসপি/ডিসেম্বর ২২, ২০২১)