মিলাদ হোসেন অপু, ভৈরব : কিশোরগঞ্জে আসন্ন ভৈরব উপজেলা ইউনিয়ন পরিষদ সাধারণ নির্বাচন ২০২১ উপলক্ষে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও নির্বাচন সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের অংশগ্রহণে আচরণবিধি প্রতিপালন এবং আইন শৃঙ্খলা সংক্রান্ত বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

আজ (২২ ডিসেম্বর) উপজেলা প্রশাসনের বঙ্গবন্ধু হলরুম সভাকক্ষে বেলা ৩টায় এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।

মতবিনিময় সভায় ভৈরব উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সাদিকুর রহমান সবুজের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কিশোরগঞ্জ জেলা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ফারজানা খানম।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কিশোরগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) নূর আলম, কিশোরগঞ্জ জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ আশ্রাফুল আলম, কিশোরগঞ্জ আনসার ভিডিপি বাহিনী জেলা কমান্ডেন্ট মোহাম্মদ মোশতাক আহমেদ, র‌্যাব- ১৪ সিপিসি-৩ ভৈরব ক্যাম্প অতিরিক্ত পুলিশ সুপার রাফিউদ্দিন মোহাম্মদ জোবায়ের, ভৈরব উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জুলহাস হোসেন সৌরভ, ভৈরব-কুলিয়ারচর জোনের সহকারী পুলিশ সুপার রেজওয়ান দীপু, ভৈরব থানা অফিসার ইনচার্জ মো. গোলাম মোস্তফা প্রমুখ।

মত বিনিময় সভায় সার্বিক সঞ্চালনায় ছিলেন, ভৈরব নির্বাচন অফিসার প্রলয় কুমার সাহা।

মতবিনিময় সভায় আসন্ন ইউপি নির্বাচনে প্রার্থীদের আচরণ বিধির লংঘন, নির্বাচন আদৌ সুষ্ঠু হবে কিনা? ফলাফল কেন্দ্রেই ঘোষণার দাবী ও ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলো অতিরিক্ত পুলিশ মোতায়েনের দাবী জানান প্রার্থীরা। এসব প্রশ্ন প্রশাসনের কর্তাব্যক্তিদের করা হলে তারা বলেন, কেউ নির্বাচনী আচরণ বিধি লংঘন করলে আইনী ব্যবস্থা নেওয়া হবে।

নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে যা যা প্রয়োজন তা সবই করা হবে বলে জানান প্রশাসনের এই কর্মকর্তাবৃন্দ। ভোটাররা যাতে নির্বিঘ্নে তাদের পছন্দের প্রার্থীকে ভোটাধিকার প্রয়োগ করতে পারে এ জন্য ওই দিন র‌্যাব, স্ট্রাইকিং ফোর্সসহ পর্যাপ্ত আইন শৃংখলা বাহিনী মাঠে থাকবে।

উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সাদিকুর রহমান সবুজ বলেন, উপজেলা নির্বাচন কর্মকর্তা স্বাধীন ভাবে কাজ করছে। নির্বাচনকে অবাধ ও সুষ্ঠু করতে প্রশাসন মাঠে সোচ্চার রয়েছে। নির্বাচন সুন্দর ও সফল করতে সর্বোচ্চ দায়িত্বভার গ্রহণ করা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে।

(এম/এসপি/ডিসেম্বর ২২, ২০২১)