এম এ হীরা, গোয়ালন্দ : রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা ক্রীড়া সংস্থা আয়োজিত বিজয়ের ৫০ বছর পূর্তিতে মহান বিজয় দিবস ব্যাডমিন্টন টুর্নামেন্ট -২০২১ এর সেমিফাইনালের ৪ দল চূড়ান্ত হয়েছে। দল চারটি হলো দলছুট ক্লাব, মুক্তি সংঘ ক্লাব, গোয়ালন্দ ব্যাডমিন্টন ফেডারেশন, অচেনা পথে।

কোয়ার্টার ফাইনালে অচেনা পথে সেঞ্চুরি স্পোর্টিং ক্লাবকে, মুক্তি সংঘ ক্লাব গোয়ালন্দ স্পোর্টিং ক্লাবকে, গোয়ালন্দ ব্যাডমিন্টন ফেডারেশন শেখ জামাল স্মৃতি সংসদকে, সর্বশেষ বুধবার সন্ধ্যায় দলছুট ক্লাব-পল্লবী ক্লাবকে পরাজিত করে সেমিফাইনাল নিশ্চিত করে।

আগামী সোমবার ৪ দল সেমিফাইনালে একে অপরের মুখোমুখি হবে। গত ৩ ডিসেম্বর ২০ দলের অংশগ্রহনে উপজেলা নির্বাহী কর্মকর্তা আজিজুল হক খানের সভাপতিত্বে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন গোয়ালন্দ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বিপ্লব ঘোষ।

প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম সফি।
টুর্নামেন্টের খেলাগুলো গোয়ালন্দ উপজেলা পরিষদ চত্বর মাঠে অনুষ্ঠিত হচ্ছে। টুর্নামেন্টেটি পরিচালনার দায়িত্বে রয়েছেন পরিচালনা কমিটির সদস্য মো. সাজ্জাদ হোসেন, মো. আলমগীর হোসেন, ফারুক মোল্লা, তাহাজ্জুত হোসেন, এরশাদ,লিটন প্রমুখ।

উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নাসির উদ্দিন রনি বলেন, বিগত বছরের ধারাবাহিকতায় এবারো এ টুর্নামেন্ট চলছে। বিজয়ের ৫০ বছর পূর্তিতে টুর্নামেন্টটি আয়োজন করা হয়েছে। প্রতিটি খেলা আন্তর্জাতিক নিয়মে পরিচালিত হচ্ছে। আশাকরি, গোয়ালন্দ উপজেলা ক্রীড়া সংস্থার পক্ষ হতে খেলোয়াড়দের মান উন্নয়নে প্রতিবছর অন্যান্য খেলাধুলার পাশাপাশি এ ধরনের টুর্নামেন্টের আয়োজন অব্যহত থাকবে।

(এইচ/এসপি/ডিসেম্বর ২৩, ২০২১)