রাজন্য রুহানি, জামালপুর : নির্বাচনী অফিস বেদখল, প্রচারণায় বাধা, কর্মী-সমর্থকদের হুমকি ও মারধরের কারণে পালিয়ে বেড়াচ্ছেন মো. শাহীনুর রহমান শাহীন নামে এক চেয়ারম্যান প্রার্থী। তিনি জামালপুরের সরিষাবাড়ী উপজেলার ৪নং আওনা ইউনিয়নে আনারস প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) দুপুরে সরিষাবাড়ী প্রেসক্লাবে এক সাংবাদিক সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।

চেয়ারম্যান প্রার্থী শাহীনুর রহমান শাহীন অভিযোগ করেন, নৌকার প্রার্থী বেল্লাল হোসেনের লোকজন তার নির্বাচনী অফিস বেদখল, প্রচারণায় বাধা, কর্মী-সমর্থকদের হুমকি ও মারধর করছে। তাদের হামলায় আনারস প্রতীকের ৩ জন কর্মী হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। শাহীনের ভাইয়ের মালিকানাধীন মেসার্স চাঁন মিয়া ফিলিং স্টেশন ও ইটভাটায় দফায় দফায় ভাঙচুর ও লুটতরাজ হয়েছে।

তিনি আরও অভিযোগ করেন, প্রতিপক্ষের লোকজন কয়েকদিন তাকে বাড়িতে অবরুদ্ধ করে রাখে। কর্মী-সমর্থকদের সহায়তায় বাড়ি থেকে বের হলেও বর্তমানে নৌকার লোকদের প্রাণনাশের হুমকিতে এলাকা ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন।

আগামী ২৬ ডিসেম্বর অনুষ্ঠিতব্য নির্বাচন প্রভাবিত হওয়ার আশঙ্কায় তিনি প্রশাসনের জোরালো ভূমিকাসহ ভোটের দিন র‌্যাব ও বিজিবি মোতায়েনের দাবি জানান।


(আরআর/এসপি/ডিসেম্বর ২৩, ২০২১)