মোঃ আব্দুল কাইয়ুম, মৌলভীবাজার : ২০১৬ সালের ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রথমবারের মতো স্বতন্ত্র প্রার্থী হয়ে আনারস প্রতীক নিয়ে নির্বাচন করে বিপুল ভোটে চেয়ারম্যান নির্বাচিত হয়ে বাজিমাৎ করে আলোচনায় আসেন মৌলভীবাজার সদর উপজেলার ১১ নং মোস্তফাপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান তাজুল ইসলাম তাজ। ওই সময় নির্বাচনে বিজয়ী হয়েই ইউনিয়নের প্রতিটি বাড়ি বাড়ি গিয়ে তুলে দেন রসালো আনারস। এর পর পুরো ইউনিয়নের কয়েক হাজার ভোটারকে নিজের বাড়িতে দাওয়াত দিয়ে রীতিমত ভুরিভোজও করান। 

নির্বাচিত হয়ে রাস্তাঘাট, ব্রীজ কালভার্ট নির্মাণসহ ব্যাপক উন্নয়ন করেন ইউনিয়ন জুড়ে। নির্বাচিত হওয়ার পর থেকে ওই ইউনিয়নে চুরি ডাকাতিসহ সামাজিক নানা অপরাধ কমে যাওয়ায় নানা মহলের মানুষের কাছে তার জনপ্রিয়তা ব্যাপকভাবে বাড়তে থাকে। নিজ গ্রামসহ ইউনিয়নের প্রতিটি গ্রামের সাধারণ মানুষের আস্থা বাড়ার পাশাপাশি তৈরি হয় ক্লিন ইমেজ।

নিজের ক্লিন ইমেজ আর জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে এই জনপ্রতিনিধি ২৬ ডিসেম্বর অনুষ্ঠিত এবারের ইউপি নির্বাচনেও বিপুল ভোটে পুনরায় বাজিমাৎ করবেন এমন সম্ভাবন দেখা যাচ্ছে তাঁর প্রতিটি নির্বাচনী জনসভায় মানুষের ঢল দেখে।
নির্বাচনের প্রতীক বরাদ্দের পরপরই ইউনিয়নের প্রতিটি অলিগলি ঘুরে বেড়াচ্ছেন তিনি। যেখানেই নির্বাচনী প্রচারণায় যোগ দিচ্ছেন সেখানেই নানা বয়সী মানুষের স্রোত। প্রতিটি জনসভায় মানুষের ঢল নামতে দেখা যায়।

বুধবার (২২ ডিসেম্বর) রাতে সদর উপজেলার নিজ গ্রাম জগন্নাথপুর বড় বাড়িতে অনুষ্ঠিত হয় জনপ্রিয় এ প্রার্থীর নির্বাচনী জনসভা। সেখানেও কয়েক হাজার মানুষের ঢল নামে।

বিশাল ওই নির্বাচনী জনসভায় এলাকার ভোটাররাও একজোট স্বতন্ত্র প্রার্থী তাজুল ইসলাম তাজকে চেয়ারম্যান হিসেবে ফের নির্বাচিত করতে। ওই জনসভায় নিজ এলাকার নানা বয়সী ব্যক্তিবর্গ ছাড়াও ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে আসা অনেকে বক্তব্য রাখেন। এসময় উন্নয়ন অব্যাহত রাখতে পুনরায় আনারস প্রতীকে ভোট দিতে সবার প্রতি আহবান জানান, তাজুল ইসলাম তাজ।

এদিকে ইউনিয়নের বিভিন্ন এলাকার সাধারণ ভোটারের সাথে কথা বলে জানা গেছে, চেয়ারম্যান হিসেবে তাজুল ইসলাম তাজকেই তারা বেছে নিতে চান আসন্ন নির্বাচনে। এ ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী তাজুল ইসলাম তাজ ছাড়াও আরও ৩ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এরা হলেন, ঘোড়া প্রতীকের স্বতন্ত্র প্রার্থী (বিএনপি) তোফায়েল আহমেদ তুয়েল, আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী খসরু আহমদ ও চশমা প্রতীকের স্বতন্ত্র প্রার্থী লন্ডন প্রবাসী এমএ রহিম। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা এই তিন প্রার্থীও ভোটের মাঠে জয়ী হতে জোর প্রচারণার পাশাপাশি ব্যাপক জনসংযোগ চালাচ্ছেন। সবমিলিয়ে কে হতে যাচ্ছেন এই ইউনিয়নের নির্বাচিত জনপ্রতিনিধি তা চুড়ান্ত জানতে অপেক্ষা করতে হবে ভোটের দিন ভোট গননা পর্যন্ত।

মৌলভীবাজার জেলা শহরের কোল ঘেঁষে পাহাড়-হাওর আর অসংখ্য খালবিল বেষ্টিত ১১ নং মোস্তফাপুর ইউনিয়নে মোট ভোটার রয়েছেন ১৮ হাজার ২শত ২৯ জন।

(একে/এসপি/ডিসেম্বর ২৩, ২০২১)