লক্ষ্মীপুর প্রতিনিধি : চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদের নির্বাচনে লক্ষ্মীপুরে নৌকার প্রার্থীর নির্বাচনী অফিসে হামলা, বঙ্গবন্ধু ও প্রধামন্ত্রীর ছবি ভাংচুর করেছে দুর্বৃত্তরা।বৃহস্পতিবার ভোর রাতে চন্দ্রগঞ্জ থানার ১১নং হাজির পাড়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ড রতনের খিল এলাকায় এই ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, রাতে নির্বাচনী কাজ শেষে অফিস বন্ধ করে আওয়ামী লীগের কর্মীরা বাড়িতে চলে গেলে একদল সন্ত্রাসী এসে অফিস ভাংচুর করে অগ্নি সংযোগ করেছে বলে জানান তারা। এ সময় অফিসে থাকা বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি ভাংচুর করে সন্ত্রাসীরা। স্থানীয় ওয়ার্ড আওয়ামীলীগ নেতা আবু তাহের বাবুলও লিটন জানান রাতের অন্ধকারে হঠাৎ করে আমাদের প্রতিদ্বন্ধী আনারস মার্কার বিদ্রোহী প্রার্থী সামছুল আলম বাবুল পাটোয়ারীর একদল সন্ত্রাসী বাহিনী এলাকায় প্রবেশ করে আমাদের নৌকার প্রার্থীর অফিসে হামলা চালিয়ে চেয়ার টেবিল ভাংচুর ও অগ্নিসংযোগ করে।

এ সময় বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি ভাংচুর করে পালিয়ে যায়। অভিযুক্ত বিদ্রোহী আনারস মার্কার প্রার্থী সামছুল আলম বাবুল পাটোয়ারী বলেন, ঘটনাটি সত্য নয় নিজেদের অফিসে নিজেরাই ভাংচুর করে আমাকে ও আমার কর্মীদেরকে মামলা হামলা দিয়ে হয়রানি করার একটা কৌশল করেছে সরকার দলীয় প্রার্থীরা।

এ ব্যাপারে চন্দ্রগঞ্জ থানার অফিসার ইনচার্জ একে এম ফজলুল হক ঘটনার সত্যতা শিকার করে বলেন ঘটনার স্থলে পুলিশ পাঠিয়েছি তদন্ত করে অপরাধীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

(এসএস/এএস/ডিসেম্বর ২৩, ২০২১)