নাটোর প্রতিনিধি : নাটোরের বড়াইগ্রামের ৬টি খ্রিস্টান ধর্মপল্লীতে আনন্দঘন পরিবেশে বড়দিন পালিত হয়েছে। ২৫ ডিসেম্বর যীশু খ্রিস্টের জন্মদিনটিকে খ্রিস্টান সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন হিসেবে পালন করা হয়।

এ উপলক্ষে উপজেলার বৃহৎ খ্রিস্টান ধর্মপল্লী বনপাড়া লুর্দের রানী মা মারীয়া গির্জায় শুক্রবার রাত ১১টায় বড়দিনের কেক কাটেন জেলা প্রশাসক শামীম আহমেদ ও পুলিশ সুপার লিটন কুমার সাহা।

শনিবার সকাল সাড়ে ৭টায় ও সাড়ে ৯টায় বড়দিনের বিশেষ খ্রিস্টযাগ পরিচালনা করেন প্রধান পাল-পুরোহিত ফাদার দিলীপ এস কস্তা।

বড়দিনের সকালে গীর্জা চত্বরে খ্রিস্টান ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন নাটোর-৪ (বড়াইগ্রাম-গুরুদাসপুর) আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আব্দুল কুদ্দুস, উপজেলা পরিষদের চেয়ারম্যান ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী, বনপাড়া পৌর মেয়র কেএম জাকির হোসেন, উপজেলা আ’লীগের সভাপতি আব্দুল কুদ্দুস মিয়াজি সহ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তাগণ। পরে গির্জা চত্বরে বড়দিনের কীর্তন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। একইভাবে উপজেলার বোর্ণী, রাজাপুর, মানগাছা, ভবানীপুর, কুমরুল ধর্মপল্লীতে আনন্দ মুখর পরিবেশে বড়দিন পালন করে খ্রিস্টান ধর্মালম্বীরা।

বড়াইগ্রাম থানার অফিসার ইনচার্জ নজরুল ইসলাম মৃধা জানান, প্রতিটি ধর্মপল্লীতে মানুষ নির্বিঘ্নে বড়দিন পালন করেছে।

(এডিকে/এসপি/ডিসেম্বর ২৫, ২০২১)