পাথরঘাটা প্রতিনিধি : লঞ্চের অগ্নি-দুর্ঘটনা নিখোঁজ শিশু তাবাসসুমের মৃতদেহ উদ্ধার করে বরগুনা জেলা প্রশাসন সকল প্রক্রিয়া সম্পন্ন করে স্বজনের কাছে হস্তান্তর করলেও পাথরঘাটার অপর এক গৃহবধূ পপির সন্ধান মেলেনি দু'দিনেও।

লঞ্চের আগুন থেকে প্রাণে বাঁচতে পাথরঘাটা উপজেলার কালমেঘা ইউনিয়নের ৮ নং ওয়ার্ড ঘুটাবাছা গ্রামের নাসিরুল্লাহ তুহিন স্ত্রী ও আড়াই বছরের শিশুকন্যা তাবাসসুম কে নিয়ে সুগন্ধা নদীতে ঝাঁপ দিয়েছিলেন।

বাবার হাত ফসকে নদীতে হারিয়ে যায় মেয়েটি। শুক্রবার রাতের কোন এক সময় উদ্ধার কারীরা সুগন্ধা নদী থেকে শিশু তাবাসসুম এর মৃতদেহ উদ্ধার করে। এরপর সামাজিক মাধ্যমে তার ছবিটি ছড়িয়ে পড়লে শিশুর পরিবার শনাক্ত করে লাশটি তাদের নদীতে হারিয়ে যাওয়া শিশু তাবাসসুম এর। এরপর লাশটি বরগুনা জেলা প্রশাসনের মাধ্যমে সকল প্রক্রিয়া সম্পন্ন করে স্থানীয় ইউপি সদস্য আইয়ুব আলী এবং শিশুটির সজল আজ শনিবার দুপুরে গ্রহণ করেন।

এখনও নিখোঁজ রয়েছে ফজিলা আক্তার পপি(২৯) নামের পাথরঘাটার চরদুয়ানী ইউনিয়ন এর ৯ নং ওয়ার্ড ছোট টেংরা গ্রামের আফজাল হোসেনের মেয়ে।

(এটি/এসপি/ডিসেম্বর ২৫, ২০২১)