ইমরান হোসাইন, সিরাজগঞ্জ : চতুর্থ দফার ইউপি নির্বাচনে ২৬’শে ডিসেম্বর ভোটগ্রহন উপলক্ষে সিরাজগঞ্জে তিনটি উপজেলার ২১টি ইউনিয়নে ভোটগ্রহণের সামগ্রী বিতরণ করা হয়েছে।

শনিবার দুপুরে ২৫৪টি কেন্দ্রের ভোটগ্রহন সামগ্রি বিতরন শুরু হয়। তবে ব্যালট পেপার বিতরন করা হবে ভোটের দিন সকালে।

জেলা নির্বাচন অফিসার মোঃ শহিদুল ইসলাম জানান, চতুর্থ দফায় সিরাজগঞ্জের কামারখন্দ, চৌহালী ও শাহজাদপুর উপজেলার ২১ টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এই নির্বাচনে ২৬’শে ডিসেম্বর ভোর আটটা থেকে চারটা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহন করা হবে। এর মধ্যে দুটি ইউনিয়নে বিনাপ্রতিদ্বন্দিতায় নৌকা প্রতিকের আওয়ামীলীগ মনোনীত প্রার্থীরা বিজয়ী হওয়ায় ১৯টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৭২ জন, ২১ টি ইউনিয়নে সংরক্ষিত আসনের সদস্য পদে ২৭৯ জন ও সাধারন সদস্য পদে ৭৭৫ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন। তিনটি উপজেলার ২৫৪টি ভোটকেন্দ্রে চার লক্ষ আটানব্বই হাজার দুই শত বিশ (৪,৯৮,২২০) জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। ভোটগ্রহণ সুষ্ঠ ও শান্তিপুর্ন করতে গ্রহন করা হয়েছে নিরাপত্তা। প্রতিটি কেন্দ্রে আনসার ও পুলিশ সদস্যরা মোতায়েন থাকার পাশাপাশি একাধিক জুডিশিয়াল ও নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে বিজিবি, র‌্যাব ও পুলিশ সদস্যদের টহল দল দায়িত্ব পালন করবে।

(আই/এসপি/ডিসেম্বর ২৫, ২০২১)