রাজন্য রুহানি, জামালপুর : ঢাকা-রৌমারী মহাসড়কের পাশেই কৃষক দম্পতির ঘর। শেষ রাতের দিকে একটি সার বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তাদের ঘরের বেড়ার ওপর উল্টে যায়। এতে ঘটনাস্থলেই মারা যান ওই দম্পতি।

সোমবার (২৭ ডিসেম্বর) ভোরে জামালপুরের দেওয়ানগঞ্জের ডাংধরা ইউনিয়নের বাঘারের চর গ্রামে ঘটে মর্মান্তিক এই দুর্ঘটনা।

নিহতরা হলেন, ওই এলাকার মৃত আমজাদ হোসেনের ছেলে কৃষক জয়নাল (৪৫) ও স্ত্রী হাসিনা বেগম (৩৬)।

স্থানীয়রা জানায়, ভোরে চেঁচামেচি শোনে আশেপাশের লোকজন গিয়ে দেখে যে ওই কৃষক দম্পতির ঘরের বেড়ার ওপর উল্টে পড়ে আছে সার বোঝাই ট্রাক। ঘরের বেড়াসহ খুঁটি উপড়ে পড়েছে। বস্তা চাপা পড়ে থেঁতলে গেছে বেড়া সলগ্ন খাটে ঘুমন্ত দম্পতির দেহ। পাশের খাটে দুই সন্তান ঘুমিয়ে থাকলেও তারা প্রাণে বেঁচে যায়।

সানন্দবাড়ী ফাঁড়ি থানার অফিসার ইনচার্জ যোহায়ের হোসেন খাঁন জানান, কৃষক দম্পতি চাপা পড়লে ট্রাক ফেলে ড্রাইভার পালিয়ে যায়। শেষ রাতের দিকে ট্রাকটি নিয়ন্ত্রণ হারায়। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

(আরআর/এএস/ডিসেম্বর ২৭, ২০২১)