শিমুল সাহা, লক্ষ্মীপুর : চতুর্থ ধাপে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে লক্ষ্মীপুর সদর উপজেলায় ১৫ টি ইউনিয়নের মধ্যে আওয়ামী লীগের চেয়ারম্যান পদপ্রার্থীরা জয় পেয়েছে মাত্র ৬টিতে। বাকী ৯টিতে জিতেছে স্বতন্ত্র প্রার্থীরা

রবিবার (২৬ ডিসেম্বর) লক্ষ্মীপুর সদর উপজেলার ১৫টি ইউনিয়নের মধ্যে শুধু চন্দ্রগঞ্জ,ভবানীগঞ্জ,উত্তর জয়পুর ইউনিয়নে ভোট নিয়ে হামলা, মারামারি, ভোট ছিনতাইয়ের চেষ্টা হলেও বাকি ইউনিয়নগুলোতে মোটামুটি শান্তিপূর্ণ নির্বাচন হয়েছে।

এ নির্বাচনে নৌকা প্রতীকের ৬ বিজয়ী প্রার্থী হলেন- শাকচরে মাহফুজুর রহমান মাষ্টার, চর-রমনীমোহনে আবু ইউসুফ ছৈয়াল, টুমচরে নুরুল আমিন লোলা, দত্তপাড়ায় এটিএম কামাল উদ্দিন, উত্তর জয়পুরে মিজানুর রহমান ও চরশাহীতে জাহাঙ্গীর আলম রাজু।

স্বতন্ত্র বিজয়ীরা হলেন- ভবানীগঞ্জে সাইফুল হাসান রনি, উত্তর হামছাদীতে নজরুল ইসলাম, মান্দারীতে রুবেল পাটওয়ারী, চন্দ্রগঞ্জে নুরুল আমিন, দিঘলীতে ইসমাইল হোসেন, বশিকপুরে মাহফুজুর রহমান, হাজিরপাড়ায় মোঃশামসুল আলম বাবুল পাটওয়ারী, কুশাখালিতে ছালেহ উদ্দিন মানিক, পার্বতীনগরে ওয়াহিদুর রহমান ওহিদ।

(এসএস/এসপি/ডিসেম্বর ২৭, ২০২১)