নূরুল আমিন খোকন, ফেনী : ফেনীর সোনাগাজী উপজেলার ৯টি ও দাগনভূঞা উপজেলার ৬টি ইউনিয়নে ২৬ ডিসেম্বর (রবিবার) ভোট গ্রহন অনুষ্ঠিত হয়েছে।

নির্বাচনে সোনাগাজীতে শুধুমাত্র নবাবপুর ছাড়া বাকী ৬ ইউপিতে চেয়ারম্যান পদে নৌকা প্রার্থীরা বিজয়ী হয়েছেন। দাগনভূঞার একমাত্র ইউনিয়ন জায়লস্কর ইউপিতে তৃতীয়বারের মত চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মামুনুর রশীদ মিলন।

রবিবার সকাল থেকে বিক্ষিপ্ত কিছু অনাকাঙ্খিত ঘটনা ছাড়া প্রায় সব ইউনিয়নেই অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট গ্রহন অনুষ্ঠিত হয়েছে।

নির্বাচনী এলাকায় আইনলঙ্ঘনের দায়ে ৭৫ ব্যক্তিকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। দক্ষিণ চরছান্দিয়া হোসাইনিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র দখলে বহিরাগতদের বাধা দিলে তাদের ছোড়া গুলিতে ১১ ব্যক্তি রাভার বুলেটবিদ্ধ হয়। মতিগঞ্জ ইউপির স্বরাজপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে মেম্বার প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে ৩ জনকে কুপিয়ে আহত করা হয়েছে। চরসাহাভিকারী সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ব্যালট পেপার ছিনিয়ে নেয়ার দায়ে প্রিজাইডিং অফিসার এটিএম শফিকুল ইসলামকে প্রত্যাহার করা হয়েছে।

দাগনভূঞা নির্বাচন অফিস জানায়, রবিবার এ উপজেলায় শুধুমাত্র জায়লস্কর ইউপিতে ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহন করা হয়। নির্বাচনে চেয়ারম্যান পদে নৌকা প্রতীকের মামুনুর রশীদ মিলন ১৬ হাজার ৪০৫ ভোট পেয়ে তৃতীয়বার চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

এই ইউনিয়নের একমাত্র স্বতন্ত্র প্রতিদ্বন্দ্বি প্রার্থী সাংবাদিক রফিকুল ইসলাম আনারস প্রতীক নিয়ে পেয়েছেন ১ হাজার ২১৯ ভোট। এর আগে উপজেলার ৬টি ইউনিয়নের ৫টিতে একক প্রার্থী থাকায় চেয়ারম্যান পদে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নৌকা প্রার্থীদেরকে বিজয়ী ঘোষণা করা হয়।

এদিকে সোনাগাজী উপজেলা নির্বাচন অফিস জানায়, উপজেলায় ৯টি ইউপিতে রবিবার দিনভর ভোট গ্রহন অনুষ্ঠিত হয়েছে। ভোটে ৬টি ইউনিয়নে নৌকা প্রতীকের প্রার্থীরা বিজয় লাভ করলেও নবাবপুর ইউপিতে বিএনপি সমর্থক জহিরুল আলম জয় লাভ করেন। এরআগে উপজেলার ২টি ইউনিয়ন মঙ্গলকান্দি ও মতিগঞ্জ ইউপিতে একক প্রার্থী থাকায় আওয়ামীলীগ সমর্থিত দুইজন চেয়ারম্যানকে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী ঘোষণা করা হয়।

রবিবারের ভোটাভোটিতে এ উপজেলায় নির্বাচিত চেয়ারম্যানরা হচ্ছেন, চরমজলিশপুরে বর্তমান চেয়ারম্যান নৌকা প্রতীকের প্রার্থী এমএ হোসেন, বগাদানা ইউনিয়নে নৌকা প্রার্থী আলাউদ্দিন বাবুল, চরদরবেশ ইউনিয়নে নৌকা প্রার্থী নুরুল ইসলাম ভূট্টো, চরছান্দিয়া ইউনিয়নে নৌকা প্রার্থী বর্তমান চেয়ারম্যান মোশারফ হোসেন মিলন, সোনাগাজী সদর ইউপিতে নৌকা প্রতীকের প্রার্থী উম্মে রুমা, আমিরাবাদ ইউপিতে নৌকা প্রার্থী আজিজুল হক হিরণ ও নবাবপুরে বিএনপি সমর্থক জহিরুল আলম জহির।

(এনকে/এসপি/ডিসেম্বর ২৭, ২০২১)