আন্তর্জাতিক ডেস্ক : কালীপুজাকে সামনে রেখে বাজারে আসছে ডেটাউইন্ডের নতুন স্মার্টফোন। দাম মাত্র ২০০০ টাকা (ভারতীয় টাকায়)। আর সঙ্গে রয়েছে ফ্রি ইন্টারনেট! ৩.৫ ইঞ্চির এই নতুন স্মার্টফোনে অ্যানড্রয়েড অপারেটিং সিস্টেম কাজ করবে।

বর্তমান বাজারে ডেটাউইন্ডের ৩টি স্মার্টফোন ও ৫টি ট্যাবলেট রয়েছে। ভারতরে বিশাল বাজারে সেই তুলনায় বিক্রিটাও বেশি নয়। প্রতি মাসে স্মার্টফোন ও ট্যাব মিলিয়ে মাত্র ৪০ হাজার থেকে ৫০ হাজার ডিভাইস বিক্রি হয় তাদের। আর সে কারণেই ডেটাউইন্ডের প্রসার বাড়াতে পানির দামে এবার স্মার্টফোন বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানটি।

ডেটাউইন্ডের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট রূপিন্দর সিং জানিয়েছেন, ফোনের সঙ্গে ফ্রি ইন্টারনেট কানেকশন দিতে তিনটি মোবাইল অপারেটর সংস্থার সঙ্গে কথাবার্তা চলছে। আশা করা যাচ্ছে ভালো ফল পাওয়া যাবে।

তিনি আরো জানান, ভারতের তৈরি এ ফোনটির কাজ শেষ পর্যায়ে। কালীপুজার আগেই ফোনটি বাজারে ছাড়তে আমরা সবরকম চেষ্টা চালিয়ে যাচ্ছি। সূত্র: বিজনেস টুডে।

(ওএস/অ/সেপ্টেম্বর ১৯, ২০১৪)