সাতক্ষীরা প্রতিনিধি : পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে এক জামায়াত কর্মী জখম হয়েছে। শুক্রবার ভোর চারটার দিকে সাতক্ষীরার আশাশুনি উপজেলার মহেশ্বরকাটি নামক স্থানে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ জামায়াত কর্মীকে পুলিশ প্রহরায় সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত জামায়াত কর্মীর নাম কবীর আহম্মেদ (৪৬)। তিনি সাতক্ষীরার আশাশুনি উপজেলার বাকড়া গ্রামের হাজী জামালউদ্দিন সরদারের ছেলে।

আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবিব জানান, জামায়াত শিবিরের সহিংসতার তিনটি মামলার আসামী কবীর আহম্মেদকে বৃহষ্পতিবার রাত ৯টার দিকে তার বাড়ি থেকে গ্রেফতার করা হয়। তাকে নিয়ে উপজেলার মহেশ্বরকাটি মাসের সেট এলাকায় গেলে শুক্রবার ভোর চারটার দিকে কবীর আহম্মেদের সহযোগিরা পুলিশকে লক্ষ্য করে সাত /আট রাউণ্ড গুলি ছোঁড়ে।

এ সময় পুলিশও নয় রাউণ্ড গুলি ছোঁড়ে। সংঘর্ষে সন্ত্রাসীদের গুলিতে কবীরের ডান পায়ের হাঁটুর নীচে জখম হয়। তাকে উদ্ধার করে পুলিশ প্রহরায় সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়।

সাতক্ষীরা সদর হাসপাতালের সার্জারী কনসালট্যান্ট ডা. হাসানুজ্জামান জানান, কবীর আহম্মেদের ডান পায়ের গুলি অপারেশন করে বের করা হবে। তবে সে আশঙ্কামুক্ত বলে দাবি করেন তিনি।

এদিকে সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন কবীর আহম্মেদ জানান, তার বিরুদ্ধে জামায়াত শিবিরের সহিংসতার ঘটনায় দু’টি মামলা রয়েছে। তাকে বৃহষ্পতিবার দুপুর একটার দিকে সাতক্ষীরা শহরের পোষ্ট অফিস মোড় থেকে গ্রেফতার করে পুলিশ।


(আরকে/এটি/এপ্রিল ২৫, ২০১৪)