ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র মেহেদি হাসান মিরাজের হত্যাকারিদের গ্র্রেফতার ও শাস্তির দাবিতে রাজপথে আন্দোলনে নেমেছে তার সহপাঠী, স্বজন ও এলাকাবাসি।

মঙ্গলবার বেলা ১২টার সময় সরকারি বালক উচ্চবিদ্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করে শহরের কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে চৌরাস্তায় এসে মানববন্ধন ও ঘন্টাব্যাপি অবস্থান কর্মসূচী পালন করে তার সহপাঠীরা। এতে মেহেদির স্বজন, এলাকাবাসিসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও অংশ নেয়।

মানববন্ধন ও অবস্থান কর্মসূচী শেষে ঘাতকদের অবিলম্বে গ্রেফতার করে শাস্তি নিশ্চিতের দাবিতে জেলা প্রশাসক বরাবর স্বারকলিপি প্রদান করে তারা।

উল্লেখ্য, গত ২২ ডিসেম্বর রাতে শহরের বিসিক এলাকায় দুবৃত্তদের ছুরিকাঘাতে নিহত হয় ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণীর শিক্ষার্থী মেহেদি হাসান মিরাজ। এ ঘটনায় পুলিশ তিন জনকে আটক করেছে।

(এএস/এএস/ডিসেম্বর ২৮, ২০২১)