স্টাফ রিপোর্টার, ঢাকা : ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০১৪-২০১৫ শিক্ষাবর্ষের বিজ্ঞান অনুষদের অধীনে ক-ইউনিট ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে।

শুক্রবার দুপুর ১২টায় ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. নাসরীন আহমাদ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি অফিসে (কক্ষ নং-২১৪) আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করেন।

ভর্তি পরীক্ষায় পাসের হার ২১ দশমিক ৫০ শতাংশ। পরীক্ষায় অংশগ্রহণ করে ৭৮ হাজার ২৯৩ জন শিক্ষার্থী। এরমধ্যে পাস করে ১৬ হাজার ৮৪০ জন শিক্ষার্থী।

ভর্তিচ্ছু শিক্ষার্থীরা উচ্চমাধ্যমিক পরীক্ষার রোল নম্বর, বোর্ডের নাম পাসের সন এবং মাধ্যমিক পরীক্ষার রোল নম্বরের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ক্লিক করুন থেকে ফলাফল জানতে পারবেন।

এছাড়া ভর্তি পরীক্ষার ফলাফল জানতে আবেদনকারীরা যেকোনো মোবাইল অপারেটর থেকে du space ka space Roll no. টাইপ করে ১৬৩২১ নাম্বারে এসএমএস পাঠাতে হবে। ফিরতে এসএমএস এর মাধ্যমে ফলাফল জানা যাবে।


উল্লেখ্য, গত ১২ই সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয় এবং বাইরের মোট ৭৬টি কেন্দ্রে ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে ১ হাজার ৬৪০টি আসনের বিপরীতে ৮০ হাজার ৪৪২ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।

(ওএস/অ/সেপ্টেম্বর ১৯, ২০১৪)