শেখ সাদ বীন শরীফ, নড়াইল : নড়াইলে নবনির্বাচিত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সদস্য ও সংরক্ষিত সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার জেলা জেলা প্রশাসনের আয়োজনে শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্দ হাবিবুর রহমান।

এসময় বক্তব্য রাখেন জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট সোহরাব হোসেন বিশ্বাস, পুলিশ সুপার প্রবীর কুমার রায়, জেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস, সাধারন সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান নিজাম উদ্দিন খান নিলু, জেলা আওয়ামীলীগের উপদেষ্টা গোলাম মর্তুজা স্বপন, পৌর মেয়র আঞ্জুমান আরা, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মোঃ ফকরুল হাসান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া ইসলাম, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাডভোকেট অচিন চক্রবর্ত্তি, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) শওকত কবির, নবনির্বাচিত চেয়ারম্যান আজিজুর রহমান ভূঁইয়া প্রমূখ।

সদর উপজেলার ১৩টি ইউনিয়নের মধ্যে ১২ ইউনিয়নের চেয়ারম্যান, ১৩ ইউনিয়নের সদস্য ও সংরক্ষিত সদস্যবৃন্দ শপথ গ্রহন করেন। চেয়ারম্যান শপথবাক্য পাঠ করান জেলা প্রশাসক মোহাম্ম হাবিবুর রহমান, ইউপি সদস্য ও সংরক্ষিত সদস্যদের শপথবাক্য পাঠ করান সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া ইসলাম। এসময় বিভিন্ন শ্রেণীপেশার মানুষ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ১১ নভেম্বর সদর উপজেলার ১৩টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে ৮টিতে আওয়ামীলীগের এবং ৫টিতে সতন্ত্র চেয়ারম্যান প্রার্থীরা জয়ী হন।

(এস/এসপি/ডিসেম্বর ২৯, ২০২১)