দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের হিলি সীমান্তে ৩০০ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ রায়হান আলিম নামে এক চোরাকারবারিকে আটক করেছে বিজিবি। আটককৃত  ফেন্সিডিলের আনুমানিক মূল্য প্রায় ১লাখ ২৫হাজার টাকা।

শুক্রবার সকাল পৌনে ৮টার দিকে সীমান্তের ২৮৫পিলার এলাকা থেকে তাকে আটক করা হয়।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), হিলি আইসিপি ক্যাম্পের সদস্যরা অভিযান চালিয়ে তাকে আটক করে।

আটককৃত রায়হান বিরামপুর উপজেলার হোসেনপুর গ্রামের আবুল হোসেনের পুত্র বলে জানা গেছে।

বিজিবি’র হিলি আইসিপি ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সুবেদার রফিক জানান, শুক্রবার সকাল পৌনে ৮টার দিকে আটককৃত ব্যক্তি সীমান্ত অতিক্রম করে ভারতীয় এসব ফেন্সিডিল নিয়ে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করে। এসময় সীমান্তের ২৮৫পিলার এলাকা থেকে ক্যাম্পের টহল দলের কমান্ডার নায়েক আব্দুল হান্নান উক্ত পণ্যসহ তাকে আটক করে।

পরে সেগুলো ধ্বংস করতে জয়পুরহাট ৩ব্যাটালিয়নে জমা দেওয়া হয়।

জয়পুরহাট ৩ব্যাটালিয়নের সহকারী পরিচালক ইমাম হাসান রুমি এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

(ওএস/এইচআর/সেপ্টেম্বর ১৯, ২০১৪)