স্টাফ রিপোর্টার : বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতিতে সংলাপের ব্যাপারে জাতিসংঘের মহাসচিব বান কি মুনের আহ্বানে সরকারের ইতিব‍াচক সাড়া দেওয়া উচিত বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য লে. জেনারেল (অব.) মাহবুবুর রহমান।

শুক্রবার সকালে রাজধানীর শেরেবাংলা নগর থানাধীন প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা- জাসাস ঢাকা দক্ষিণের নতুন কমিটি নিয়ে জিয়াউর রহমানের মাজারে যান তিনি।

মাহবুব‍ুর রহমান বলেন, জাতিসংঘে বাংলাদেশের সদস্য পদ লাভের ৪০ বছর পূর্তি উপলক্ষ্যে সম্প্রতি সংস্থাটির মহাসচিব বান কি মুন বাংলাদেশের সকল রাজনৈতিক দলকে সংলাপের মাধ্যমে চলমান সংকট নিরসনে পরামর্শ দিয়েছেন।

বিএনপির এ নেতা বলেন, বান কি মুন বাংলাদেশের পরীক্ষিত বন্ধু। তিনি বার বার সংলাপের ব্যাপারে পরামর্শ দিয়েছেন এবং প্রতিনিধি পাঠিয়েছেন। আবারও তিনি বাংলাদেশে চলমান সংকট নিরসনের আহ্বান জানালেন। আমরা মনে করি এ আহ্বানে সরকারের ইতিবাচক সাড়া দেওয়া উচিত। যদি সরকার সাড়া না দেয় তাহলে আমরা বুঝবো তারা সংঘাত চাচ্ছে। আমরা সংঘাত চাই না। সংঘাত অনেক হয়েছে, অনেক রক্ত ঝড়েছে আর কতো।

এ সময় উপস্থিত ছিলেন, ঢাকা মহানগর বিএনপির সদস্য সচিব হাবিব-উন নবী খান সোহেল, বিএনপির স্বনির্ভর বিষয়ক সম্পাদক রুহুল ক‍ুদ্দুস তালুদকার দুলু, জাসাসের সভাপতি এম এ মালেক, সাধারণ সম্পাদক মনির খান, ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি জাহাঙ্গীর শিকদার, সাধারণ সম্পাদক খালেদা এনাম মুন্না প্রমুখ।

(ওএস/এইচআর/সেপ্টেম্বর ১৯, ২০১৪)