মংলা (খুলনা) প্রতিনিধি : বঙ্গোপসাগরের সোনারচর এলাকা থেকে মুক্তিপণের দাবিতে ৪টি ট্রলারসহ অন্তত ৫০ জেলেকে অপহরণ করেছে বনদস্যু রাজু বাহিনী।

শরণখোলা জাতীয় মৎস্যজীবী সমিতির সভাপতি আবুল হোসেন জানান, সাগরের সোনারচরে জেলেরা ইলিশ মাছ ধরার সময় বৃহস্পতিবার গভীর রাতে ও শুক্রবার ভোরে তাদের ওপর দু’দফায় হামলা চালায় বনদস্যু রাজু বাহিনী। এ সময় জেলেদের মারধর করে বিভিন্ন নৌকা-ট্রলার থেকে বিপুল পরিমাণ ইলিশ মাছ লুটে নেয় দস্যুরা। এছাড়া মুক্তিপণের দাবিতে দস্যুরা ৪টি ফিসিং ট্রলারসহ ৫০ জেলেকে অপহরণ করে নিয়ে যায়। অপহৃত জেলেদের বাড়ি বরগুনা ও চট্টগ্রামে।

এদিকে বৃহস্পতিবার বিকেলে সুন্দরবনের তালতলি এলাকায় ডাকাতির প্রস্ততিকালে রাজু বাহিনীর দু’সদস্যকে আটক করে কোস্ট গার্ড।

(এএইচএস/এনডি/সেপ্টেম্বর ১৯, ২০১৪)