প্রসববেদনা

নারীরা ভুলে যাচ্ছে প্রসব বেদনা
চেতনানাশক সিজারেই পায় স্বস্তি
কত অনায়েসে 'মা' হওয়া যায় !

ডাক্তারের চোখেও ঝিলিক
ওটি-তে এসেছে আরো এক প্রসূতি!

প্রসববেদনা বুঝিবা এখন কবিদেরই ভবিতব্য।


হাতের তালুতে রয়ে গেছে

গুম হয়ে গেছে ভালোবাসা
নিয়তি খেয়াল।

হরিষেবিষাদে চাঁদের লুকোচুরি
সবুজপাতা শোনায় মর্মর-
হাতের তালুতে রয়ে গেছে শুধু
ছোঁয়াছুয়ি ভালোবাসার ঘ্রাণ।


আমিও রয়ে যাবো

আজন্মই আছি বসে কন্ডেম সেলে
চেতনাতুলি রাঙ্গিয়ে চলেছে
ক্যানভাসে জেগে উঠে মূর্তবিমূর্ত পালা।

যতদিন আছি বেঁচে খেলে যাবো
উত্তরসুরীতেই ক্রমশঃ ...

উড়ে গেলে পাখি রেশ রেখে যায়
আমিও রয়ে যাবো অন্য কোন বেশে।