চাঁদপুর প্রতিনিধি : চাঁদপুরের হাজীগঞ্জে কিস্তির টাকা পরিশোধে ব্যর্থ হয়ে বেবী বেগম (৩০) নামে এক গৃহবধু গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

বৃহস্পতিবার রাতে উপজেলার পৌর এলাকার কংগাইশ গ্রামে এই আত্মহত্যার ঘটনাটি ঘটেছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, রাতে অজ্ঞান অবস্থায় বেবীকে হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।

বেবী বেগমের স্বামী ইয়াছিন জানান, আমরা আশা, এসএসএস ও ব্র্যাক থেকে লোন নিয়েছি। বৃহস্পতিবার বিকেলে কিস্তির টাকার জন্য এনজিও‘র কর্মীরা বাড়ি এসে বসে থাকে। আর এই টাকা দিতে না পারায় মনের কষ্টে ও ক্ষোভে সে সবার অজান্তে ঘরের আড়ার সাথে ফাঁস দিয়ে আত্মহত্যা করে। এই ৩টি এনজিও আমাদের কাছ থেকে ৬৫ হাজার টাকা পেতো। যার বেশীরভাগ অংশই পরিশোধ করা হয়েছে।

হাজীগঞ্জ থানার ওসি শাহ আলম এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এই ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

(ওএস/এইচআর/সেপ্টেম্বর ১৯, ২০১৪)