স্টাফ রির্পোটার, ঢাকা : আদালত অবমাননার অভিযোগে দৈনিক প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান ও সহযোগী সম্পাদক মিজানুর রহমান খানের বিরুদ্ধে  রুল জারি করেছেন হাইকোর্ট।

 

আগামী ৬ মার্চের মধ্যে মিজানুর রহমান খান ও দৈনিক প্রথম আলোর সম্পাদক মতিউর রহমানকে এই রুলের জবাব দিতে বলা হয়েছে।

রোববার বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি জাফর আহেমেদের হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।

রুলের জবাবের পাশাপাশি শুধু মিজানুর রহমান খানকে হাইকোর্টে স্বশরীরে হাজির হয়ে অভিযোগের বিষয়ে ব্যাখ্যা দিতেও আদেশ দেওয়া হয়েছে। এছাড়াও প্রথম আলো পত্রিকায় কলাম লেখার মাধ্যমে আদালত অবমাননায় কেন তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে না রুলে তাও জানতে চাওয়া হয়েছে।

আদালতের ডেপুটি অ্যাটর্নি জেনারেল খন্দকার দিলীরুজ্জামান রুল জারির বিষয়টি সাংবাদিকদের জানিয়েছেন।

উল্লেখ্য, দৈনিক প্রথম আলো পত্রিকায় মিজানুর রহমান খান গত ২৮ ফেব্রুয়ারি এবং ১ মার্চ তারিখে যথাক্রমে ‘মিনিটে একটি আগাম জামিন কিভাবে?’ ‘ছয় থেকে আট সপ্তাহের স্বাধীনতা’ শীর্ষক দুটি সম্পাদকীয় কলাম লেখেন। এই কলাম প্রকাশের পর আদালত থেকে এই রুল জারি করা হয়।

(ওএস/এএস/মার্চ ০২, ২০১৪)