চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় এক সংখ্যালুঘু পরিবারের ভিটেবাড়ির জমি দখল করে গাছ কেটে ঘর নির্মাণের অভিযোগ পাওয়া গেছে। এনিয়ে গত ২৬ ডিসেম্বর থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। যার জিডি নং ১২০৫।

অভিযুক্তরা হলেন-বাঁশখালী উপজেলার কালীপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের চৌধুরী বাড়ির বিজয় দত্ত, চন্দন দত্ত,গায়েত্রী দত্তসহ অজ্ঞাতনামা ৪০-৫০ জন। ভুক্তভোগী একই গ্রামের মৃত বিকাশ দত্তের ছেলে রাজীব দত্ত।

রাজীব দত্তের অভিযোগ, বিবাদী পক্ষ জোরপূর্বক ফলজ গাছ কেটে তার ভিটে বাড়ির জমি দখল করে ঘর নির্মাণ করছেন। প্রতিপক্ষরা খুব প্রভাবশালী ও আইন-কানুনের তোয়াক্কা করেন না। অন্যের সম্পত্তির ওপর অন্যায় ভাবে চাপ প্রয়োগ করে দখল-বেদখলই তাদের কাজ।

অভিযোগে আরও বলা হয়, গত ৬ ডিসেম্বর রাজীবের বাড়িতে বিবাদীপক্ষের ৪০-৫০ জন লোক দেশীয় অস্ত্রশস্ত্র সঙ্গে নিয়ে তাদের ১০-১২ টি গাছ বড় ফলজ গাছ কেটে নিয়ে যায়। তারপর জোর পূর্বক জমি দখল করে তিন তলা ঘর নির্মাণ করার চেষ্টা অব্যাহত রেখেছেন।

এ বিষয়ে বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল উদ্দিন বলেন, সাধারণ ডায়েরিতে যে অভিযোগ করা হয়েছে। তা থানার একজন অফিসার তদন্ত করছেন। অবশ্যই আইনি ব্যবস্থা নেওয়া হবে।"

(জেজে/এসপি/ডিসেম্বর ৩১, ২০২১)